শুক্রবার, ১১ জুন, ২০২১ ০০:০০ টা

বস্ত্র-মিউচুয়াল ফান্ডের শেয়ারে আগ্রহ বিনিয়োগকারীদের

নিজস্ব প্রতিবেদক

দীর্ঘদিন দরপতনের তালিকায় শীর্ষে থাকা বস্ত্র ও মিউচুয়াল ফান্ডের কোম্পানিগুলো দর বৃদ্ধির তালিকায় উঠে এসেছে। শেয়ারবাজারে নতুন বিনিয়োগের কারণে এসব কোম্পানির শেয়ার দর বাড়ছে। তবে সপ্তাহের শেষ দিনের লেনদেনে ব্যাংক ও সাধারণ বীমা খাতের প্রায় সব প্রতিষ্ঠানের দরপতন হয়েছে। দুই খাতের শেয়ারের ওপর ভর করে শেষ দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক আগের দিনের চেয়ে বেড়েছে। ডিএসইতে দিন শেষে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১১ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৬৬ পয়েন্টে উঠে এসেছে। দিনভর বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ২০৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার বিপরীতে দাম কমেছে ১৪৯টির। আর ৯টির দাম অপরিবর্তিত রয়েছে। দাম বাড়ার তালিকায় মিউচুয়াল ফান্ড রয়েছে ৩৫টি। এ খাতে তালিকাভুক্ত ৩৭টির মধ্যে মাত্র একটির দাম কমেছে। বস্ত্র খাতের ৫৬টি প্রতিষ্ঠানের মধ্যে ৭টির দাম কমেছে। দাম বেড়েছে ৪৮টির। অন্যদিকে তালিকাভুক্ত ৩১টি ব্যাংকের মধ্যে ৮টির শেয়ারের দাম বেড়েছে। দাম কমেছে ২১টির। আর ৪০টি সাধারণ বীমার মধ্যে মাত্র ৬টির দাম বেড়েছে। দাম কমেছে ৩২টির। অবশ্য তালিকাভুক্ত ১০টি জীবন বীমা কোম্পানির মধ্যে ৭টির দাম বেড়েছে এবং ৩টির দাম কমেছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক বেড়েছে ৬৯ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ১১৪ কোটি ৬৪ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ৩১৯টি প্রতিষ্ঠানের মধ্যে ১৭৫টির দাম বেড়েছে। ১২০টির দাম কমেছে এবং ২৪টির দাম অপরিবর্তিত রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর