শুক্রবার, ১৮ জুন, ২০২১ ০০:০০ টা

মিলিটারি একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ মিলিটারি একাডেমির (বিএমএ) ৮০তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সের অফিসার ক্যাডেটদের কমিশন প্রাপ্তি উপলক্ষে রাষ্ট্রপতি কুচকাওয়াজ গতকাল সকালে চট্টগ্রামের ভাটিয়ারিতে বিএমএ প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়। এতে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ কুচকাওয়াজ পরিদর্শন করেন ও অভিবাদন গ্রহণ করেন। পরে তিনি কৃতী ক্যাডেটদের মাঝে পুরস্কার বিতরণ করেন। দীর্ঘ তিন বছরের কঠোর সামরিক প্রশিক্ষণ শেষে এই কুচকাওয়াজের মাধ্যমে ৮০তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সের ১৭১ জন অফিসার ক্যাডেট কমিশন লাভ করেন। কমিশনপ্রাপ্ত অফিসারদের মধ্যে ১৩ জন মহিলা অফিসার রয়েছেন। এ ছাড়াও কমিশনপ্রাপ্তদের মধ্যে পাঁচজন ফিলিস্তিনি এবং একজন শ্রীলঙ্কান অফিসার রয়েছেন, যারা স্ব স্ব সেনাবাহিনীতে যোগদান করবেন। সর্ববিষয়ে শ্রেষ্ঠত্বের জন্য ব্যাটালিয়ন সিনিয়র আন্ডার অফিসার সারতাজ মাহবুব সেরা চৌকশ ক্যাডেট বিবেচিত হন এবং অসামান্য গৌরবমণ্ডিত ‘সোর্ড অব অনার’ অর্জন করেন।

সর্বশেষ খবর