শুক্রবার, ২৫ জুন, ২০২১ ০০:০০ টা

ঢাবির ৮৩১ কোটি টাকার বাজেট পাস, গবেষণায় বেড়েছে বরাদ্দ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

২০২১-২২ অর্থবছরের জন্য ৮৩১ কোটি ৭৯ লাখ টাকার বাজেট পাস করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট। গতকাল বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সিনেটের বার্ষিক অধিবেশনে বাজেট পাস হয়। এতে এবার গবেষণা খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে। উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে এতে অংশ নেন সিনেটের অন্য সদস্যরা। অধিবেশনে ২০২০-২১ অর্থবছরের সংশোধিত এবং ২০২১-২২ অর্থবছরের মূল বাজেট উপস্থাপন করেন কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ বছরের বাজেটের আকার ৮৩১ কোটি ৭৯ লাখ টাকা, যা গত অর্থবছর থেকে প্রায় ৩৭ কোটি ৭৭ লাখ কম। এর মধ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন-ইউজিসি দেবে ৬৯৬ কোটি ৫৪ লাখ আর বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় ধরা হয়েছে ৬৫ কোটি টাকা। ফলে ঘাটতির পরিমাণ দাঁড়াবে ৭০ কোটি ২৫ লাখ টাকা। বাজেট বরাদ্দের বেশির ভাগ অংশই ব্যয় হবে বেতন, ভাতা ও পেনশন খাতে। এ খাতে ব্যয় হবে ৬১১ কোটি ৮৯ লাখ ৬৫ হাজার টাকা, যা মোট ব্যয়ের ৭৩.৫৭ ভাগ।

এ ছাড়া পণ্য ও সেবা বাবদ ১৬৮ কোটি ৮ লাখ ৩৫ হাজার, মূলধন খাতে ২১ কোটি ৬৯ লাখ এবং অন্যান্য অনুদান খাতে ১৯ কোটি ১২ লাখ টাকা। মোট বাজেট বরাদ্দ কমলেও বেড়েছে গবেষণা খাতের মঞ্জুরি। গত অর্থবছরে ৯ কোটি ৫০ লাখ টাকা থাকলেও এ বছরের বরাদ্দ ১১ কোটি টাকা, যা মোট বরাদ্দের ১.৩২ ভাগ। এ ছাড়া বাজেটে শিক্ষকদের গবেষণা ভাতা ১০ কোটি ২০ লাখ, রাসায়নিক দ্রব্যাদি কেনার জন্য আড়াই কোটি, গবেষণাগার সরঞ্জামাদি বাবদ ৬ কোটি ৫ লাখ, শিক্ষা ও শিক্ষা উপকরণ বাবদ ৫ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর