বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১ ০০:০০ টা

শিল্পকলা ও গ্যালারি চিত্রকে তিন প্রদর্শনী

সাংস্কৃতিক প্রতিবেদক

অনলাইন আয়োজনে সংস্কৃতিকে বহমান রাখার লক্ষ্যে শিল্পকলা একাডেমিতে চলছে ২৪তম জাতীয় শিল্পকর্মের প্রদর্শনী। মাসব্যাপী এ প্রদর্শনী ৩১ জুলাই পর্যন্ত একাডেমির ওয়েবসাইটে (www.shilpakala.gov.bd) এর মাধ্যমে শিল্পানুরাগীরা ভার্চুয়াল এই প্রদর্শনীটি উপভোগ করতে পারবে। এ ছাড়া শিল্পকলা একাডেমির ফেসবুক পেজেও (www.facebook.com/shilpakalapage) প্রদর্শনীটি উপভোগ করা যাবে বলে জানিয়েছে একাডেমির জনসংযোগ বিভাগ। অন্যদিকে গ্যালারি চিত্রকে চলছে বাংলাদেশের ছাপচিত্রের জনক সফিউদ্দিন আহমেদের ৯৯তম জন্মদিন উপলক্ষে ধানমন্ডির গ্যালারি চিত্রকের চলমান এই প্রদর্শনী দুটি সাজানো হয়েছে সফিউদ্দিন শিল্পালয়ে ‘শিল্পগুরু সফিউদ্দীন আহমেদ পদক’ প্রাপ্ত তিনজন তরুণ শিল্পীর ছাপচিত্র নিয়ে।

এতে পদকপ্রাপ্ত তিন ছাপচিত্রীর ৫৩টি ছাপচিত্র স্থান পেয়েছে। অন্যদিকে, আরেকটিতে স্থান পেয়েছে সফিউদ্দীন আহমেদ প্রিন্টমেকিং স্টুডিওর ২০ জন সদস্য শিল্পীর ২৩টি চিত্রকর্ম। গত ২৩ জুন উদ্বোধনের পর থেকে প্রদর্শনীগুলো শারীরিক উপস্থিতিতে হলেও লকডাউনের কারণে আজ বৃহস্পতিবার থেকে কাল শুক্রবার পর্যন্ত প্রদর্শনী দুটি আয়োজিত হবে অনলাইন প্ল্যাটফরমে। ২৩ জুন বিকালে ধানমন্ডির গ্যালারি চিত্রকে এই দুটি প্রদর্শনীর উদ্বোধন করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন শিল্পী নিসার হোসেন।

সর্বশেষ খবর