বুধবার, ১৪ জুলাই, ২০২১ ০০:০০ টা

দিনাজপুরে বন্ধ স্কুল ক্যাম্পাস ফুলে ফুলে সুবাসিত

রিয়াজুল ইসলাম, দিনাজপুর

দিনাজপুরে বন্ধ স্কুল ক্যাম্পাস ফুলে ফুলে সুবাসিত

করোনায় মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত। করোনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো প্রায় ১৫ মাস ধরে বন্ধ। কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে নেই শিক্ষার্থীদের আনাগোনা। তাই কোলাহল মুক্ত স্কুল ক্যাম্পাসগুলো। আর বর্ষার এই সময়ে নির্মল পরিবেশে প্রকৃতি আপন মনে বেড়ে উঠেছে এবং তার সৌন্দর্য বিকশিত করেছে ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান দিনাজপুর শহরের সারদেশ্বরী বালিকা উচ্চবিদ্যালয়ে। দীর্ঘ বন্ধে স্কুল ক্যাম্পাসে ফুটেছে হরেক রকম ফুল। সুবাসিত করেছে পরিবেশকে। সারদেশ্বরী বালিকা উচ্চবিদ্যালয় অঙ্গনজুড়ে এখন সবুজের সমাবেশ। শতাধিক প্রজাতির ফুলের গাছে নানান ফুলে নান্দনিক শোভাবর্ধন করছে বিদ্যালয় প্রাঙ্গণ। ফুটেছে বেলি, দোলনচাপা, চেরি, রাঁধাচূড়া, রঙ্গন, শিউলি, গোলাপ, জবা, শাপলা, নীলকণ্ঠ, নার্গিসসহ দুষ্প্রাপ্য বিভিন্ন ফুল। জলপাইয়ের সাদা শুভ্র ফুলে সমারিত করে রাখার দৃশ্য মুগ্ধ করবে যে কাউকে। ক্যাম্পাসে সবুজ সভাবর্ধক থুজা, রিওডিসকালার, ক্রিসমাসট্রি আর পাল্ম, দূরন্ত উদ্ভিদসমূহ সবুজকে মাতিয়েছে। সবুজ স্নিগ্ধতা বিদ্যালয়কে মুগ্ধময় করেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন কুমার রায় জানান, বিদ্যালয়ের শিক্ষক শাহনাজ পারভীনসহ সহকর্মীরা ও শিক্ষার্থীদের আন্তরিকতায় ক্যাম্পাসকে সবুজ ক্যাম্পাসে রূপান্তরের উদ্যোগ গ্রহণ করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর