বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১ ০০:০০ টা

এরশাদের মৃত্যুবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক

এরশাদের মৃত্যুবার্ষিকী পালিত

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। দিনব্যাপী কোরআন খতম, দোয়া মাহফিল, দুস্থদের মাঝে খাবার বিতরণ, স্মরণসভা, এরশাদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক ও শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে প্রিয় নেতাকে স্মরণ করেন দলটির নেতা-কর্মীরা। এ ছাড়া এরশাদ ট্রাস্টের পক্ষ থেকেও স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বেলা ১২টায় পার্টির কাকরাইল কার্যালয়ে আয়োজন করা হয় স্মরণসভা। সভায় সৈয়দ আবু হোসেন বাবলার সভাপতিত্বে পার্টির চেয়ারম্যান জি এম কাদের, সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন। সভা শেষে বাবলার আয়োজনে দিনব্যাপী ১০ সহস্রাধিক মানুষের মাঝে খাদ্য বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন জি এম কাদের।

এর আগে সকাল সাড়ে ১০টায় এরশাদের প্রেসিডেন্ট পার্ক বাসভবনে এরশাদ ট্রাস্ট আয়োজিত স্মরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ ছাড়া জাতীয় পার্টির প্রতিটি অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে এইচ এম এরশাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সারা দেশে নানা কর্মসূচি পালন করা হয়।

সর্বশেষ খবর