খুলনার দিঘলিয়ায় ইয়াসিন শেখ (৪২) হত্যা মামলার এজাহার পাল্টানোর অভিযোগ করেছেন বাদী নিহতের মা হাফিজা বেগম। গতকাল খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। ২৫ জুলাই রাতে ইয়াসিন শেখকে কুপিয়ে হত্যা করা হয়। হাফিজা বেগম জানান, ‘দাফন শেষে ২৭ জুলাই আমিসহ পরিবারের কয়েকজন সদস্য লিখিত এজাহার নিয়ে দিঘলিয়া থানায় উপস্থিত হই। আমার ছেলে ইয়াসিনকে যারা হত্যা করেছে, ইন্ধন জুগিয়েছে, ষড়যন্ত্র করেছে তাদের নাম এজাহারে উল্লেখ ছিল। কিন্তু পুলিশ দুই ঘণ্টারও বেশি সময় বসিয়ে রেখে মামলা হয়েছে জানিয়ে সাদা কাগজে স্বাক্ষর নেয়। রাতে জানতে পারি আমার দেওয়া অভিযোগ পাল্টে তাদের লেখা এজাহারে আমার স্বাক্ষর দিয়ে মামলা রেকর্ড করেছে। এত বড় প্রতারণা দেখে আমি আমার ছেলে হত্যার বিচার নিয়ে শঙ্কিত।’ লিখিত অভিযোগে তিনি বলেন, ‘আমি যে এজাহার দিয়েছিলাম সেখানে ৩২ জন আসামি ও সাক্ষীর নাম ছিল। কিন্তু পুলিশ যে এজাহার রেকর্ড করেছে তাতে ১৫ জন আসামি এবং সাক্ষীর নাম পরিবর্তন করা হয়েছে। যারা আমার ছেলেকে কুপিয়েছে তাদের অনেকের নাম বাদ দেওয়া হয়েছে। আমি প্রধানমন্ত্রী ও পুলিশপ্রধানের কাছে সুবিচার চাই।’ এদিকে এজাহার পরিবর্তনের অভিযোগ সম্পর্কে দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আহসান উল্লাহ চৌধুরী জানান, ‘ইয়াসিন শেখের মা হাফিজা বেগম যে এজাহার দিয়েছেন তার ভিত্তিতে মামলা রেকর্ড হয়েছে। এ-সংক্রান্ত তথ্য-প্রমাণ আমাদের কাছে আছে।’ এদিকে মামলায় গ্রেফতার আসামি সানি গতকাল হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। তিনি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জবানবন্দি প্রদান করেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই সঞ্জীব কুমার জানান, হত্যাকান্ডে জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান চলছে।
শিরোনাম
- টাকা মেরে খাওয়ার জন্য আমরা ক্ষমতায় বসিনি: ধর্ম উপদেষ্টা
- ইরান ছেড়েছে জাতিসংঘের পরমাণু পরিদর্শক দল
- ৩ আগস্ট শহীদ মিনারে ইশতেহার ঘোষণা করবে এনসিপি
- খুলনার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ
- রাজশাহীতে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে শিক্ষা সামগ্রী বিতরণ
- ঝড়ের শঙ্কায় চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত
- একক কনসার্ট নিয়ে আসছেন বাপ্পা মজুমদার
- সোনারগাঁয়ে পৌর বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন ও সদস্য ফরম বিতরণ
- মারা গেলেন হলিউড অভিনেতা মাইকেল ম্যাডসেন
- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের ভগ্নিপতিকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ
- গুঞ্জনের ইতি টেনে পুরোনো ঠিকানায় নিকো
- গোপালগঞ্জে কমিটি ঘোষণার পর এনসিপি থেকে নাম প্রত্যাহারের অনুরোধ
- ২০০৮ সালের অবৈধ নির্বাচনে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে : দুলু
- মুরাদনগরে হত্যাকাণ্ড; ২ দিনেও নেই মামলা-গ্রেফতার
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনর্বিবেচনার দাবিতে শাহবাগ অবরোধ
- হাসপাতালে পুলিশকে ফাঁকি দিয়ে পালাল ডাকাত, স্ত্রী গ্রেফতার
- এমন কাউকে নির্বাচিত করবেন না যাকে পালিয়ে যেতে হয় : জ্বালানি উপদেষ্টা
- ১৯৭৪ সালের চুক্তিতে ফিরতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতে প্রস্তুত সিরিয়া
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ১৪৮৭
- রাজধানীতে তিনজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার