মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১ ০০:০০ টা

বিদিশা-এরিকসহ ১২ জনের নামে মামলা দায়ের

আদালত প্রতিবেদক

সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের বারিধারার প্রেসিডেন্ট পার্কের ফ্ল্যাট নিয়ে সাবেক স্ত্রী বিদিশা ও ছেলে এরিকসহ ১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। গতকাল ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতে বাদী হয়ে এ মামলা করেন জাতীয় পার্টির সাবেক হুইপ এইচ এম গোলাম রেজা ও তার স্ত্রী জিন্নাতুন নাহার শিমু। ওই আদালতের সেরেস্তাদার শাহাদাত হোসেন জানান, বিচারক কাজী মুশফিক মাহবুব রবিন মামলার গ্রহণযোগ্য শুনানির জন্য ৬ সেপ্টেম্বর দিন ধার্য করেন। মামলার বিবাদীরা হলেন বিদিশা সিদ্দিক, শাহাতা জারাব এরশাদ, এরিক ওয়েন হুইসন, আরমান এরশাদ প্রমুখ। এ ছাড়া মামলায় মোকাবিলা বিবাদীরা (মামলা প্রমাণ করতে যাদের প্রয়োজন বলে মনে করেন বাদী) হলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), অতিরিক্ত মহা-পুলিশ পরিদর্শক (অতিরিক্ত আইজিপি) এসবি, পুলিশ কমিশনার ঢাকা মেট্রোপলিটন পুলিশ, উপ-পুলিশ কমিশনার ঢাকা মেট্রোপলিটন পুলিশ, পুলিশ সুপার (ইমিগ্রেশন), অফিসার ইনচার্জ গুলশান থানা। মামলায় বলা হয়, এরিক বিদিশার গর্ভজাত নয়। এর কারণ বিদিশার দুই পুত্র শাহাতা জারাব এরশাদ (এরিক) এবং এরিক ওয়েন হুইসনের জন্ম ২০০১ সালের ১১ মার্চ। জন্মস্থান ঢাকা। অর্থাৎ দুই সন্তানের জন্ম হয়েছে একই দিনে। কিন্তু শাহাতা জারাব এরশাদের (এরিক) পিতার নাম লেখা হয়েছে এইচ এম এরশাদ এবং এরিক ওয়েন হুইসনের পিতার নামের ঘরে লেখা আছে পিটার স্টুয়ার্ট হুইসন। দুই পুত্র সন্তানের জন্ম তারিখ একই দিন লেখা থাকায় ধরে নিতে হবে তারা যমজ ভাই। বিদিশা যমজ পুত্র সন্তানের জন্ম দিয়েছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর