মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১ ০০:০০ টা

৫ হাজার ৬৩৯ একর বনভূমি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

দেশের বিভিন্ন বনাঞ্চলে জবরদখল করা বনভূমি উদ্ধারে কমিটি হয়েছে। অবৈধ দখলদারদের উচ্ছেদ অভিযান পরিচালনার পাশাপাশি বনভূমি জবরদখলকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতিমধ্যে ৫ হাজার ৬৩৯ একর ভূমি উদ্ধার করা হয়েছে। সংসদ ভবনে গতকাল অনুষ্ঠিত পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী। কমিটির সদস্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন, নাজিম উদ্দিন আহমেদ, জাফর আলম, মো. রেজাউল করিম বাবলু, খোদেজা নাসরিন, আক্তার হোসেন ও মো. শাহীন চাকলাদার বৈঠকে অংশ নেন। একই সঙ্গে কমিটি সাভারের ট্যানারি বর্জ্য পরিশোধন কার্যক্রম সফল করতে প্রয়োজনে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে। বৈঠকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব, বিভিন্ন দফতর, সংস্থা প্রধানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর