বুধবার, ২৫ আগস্ট, ২০২১ ০০:০০ টা
হাই কোর্টের পর্যবেক্ষণ

শুধু টাকা উদ্ধার করা দুদকের কাজ নয়

নিজস্ব প্রতিবেদক

দুর্নীতির মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন করার চেয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) আত্মসাৎকৃত টাকা উদ্ধারে ব্যস্ত বলে মন্তব্য করেছে হাই কোর্ট। এতে অভিযুক্তরা সুবিধা পেয়ে যাচ্ছে বলে আদালতের পর্যবেক্ষণে ওঠে এসেছে। হাই কোর্ট বলছে, দুদকের উচিত নির্দিষ্ট সময়সীমার মধ্যেই অভিযোগ অনুসন্ধান বা তদন্ত করে অভিযুক্তকে বিচারের আওতায় আনা। তবেই কেবল দেশ থেকে দুর্নীতি নির্মূল করা সম্ভব হবে।

শুধু টাকা উদ্ধার করা দুদকের কাজ নয়। দুর্নীতি মামলা থেকে এক আসামির অব্যাহতির আদেশ বাতিল সংক্রান্ত এক রায়ে এমন পর্যবেক্ষণ দিয়েছে হাই কোর্ট। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মহি উদ্দিন শামীমের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ ২৪ জানুয়ারি আসামি মো. জহিরুল ইসলামের অব্যাহতির আদেশ বাতিল করে সংক্ষিপ্ত রায় দেয়। গতকাল ওই রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ হয়েছে। ৭২ পৃষ্ঠার রায়ে আদালত বলেছে, দুদক আইনে নির্দিষ্ট সময়সীমা থাকলেও নির্ধারিত সময়ের মধ্যে অনুসন্ধান, তদন্ত শেষ করতে না পারলেও সংশ্লিষ্ট অনুসন্ধান বা তদন্তকারী কর্মকর্তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর