রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা
বাংলাদেশ প্রতিদিনে সংবাদ

মহাসড়কে ২ শতাধিক অবৈধ যান আটক

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

ঢাকা-চট্টগ্রাম-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জের কয়েকটি পয়েন্টে অভিযান চালিয়ে গতকাল ২ শতাধিক সিএনজি ও ব্যাটারি চালিত অটোরিকশা আটক করা হয়েছে। এ সময় এসব যানবাহনের চালককে ৫ লক্ষাধিক টাকা জরিমানা করেছে পুলিশ। ব্যস্ততম ঢাকা-চট্টগ্রাম-সিলেট মহাসড়কে অবাধে চলছে নিষিদ্ধ ব্যাটারি ও সিএনজি চালিত অটোরিকশা, ইজিবাইক, লেগুনা। মহাসড়কে এসব গাড়ি বেপরোয়াভাবে চলাচলের কারণে প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে। সম্প্রতি দেশের শীর্ষস্থানীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিন ‘নিষিদ্ধ থ্রি-হুইলার দাপিয়ে বেড়াচ্ছে ২২ মহাসড়ক’ শিরোনামে সংবাদ প্রকাশ করে।  প্রতিবেদনটি দৃষ্টিগোচর হলে নড়েচড়ে বসে হাইওয়ে পুলিশ। গতকাল সকাল ১০টা থেকে ২টা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জের সানারপাড়, শিমরাইল মোড়, মদনপুর, মোগড়াপাড়া, তারাব, বরপা, রূপসী, ভুলতা ও গাউছিয়ায় অভিযান চালিয়ে ২ শতাধিক ব্যাটারি ও সিএনজি চালিত অটোরিকশা আটক করে। পরে গাড়িপ্রতি ২ হাজার ৫০০ টাকা হিসাবে ৫ লক্ষাধিক টাকা জরিমানা করা হয়। এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশে ঢাকা-চট্টগ্রাম-সিলেট মহাসড়কের ১০টি পয়েন্টে একযোগে অভিযান চালানো হয়েছে। এ সময় ২ শতাধিক অটোরিকশা আটক করে ৫ লক্ষাধিক টাকা জরিমানা করা হয়। মহাসড়কে অযান্ত্রিক যান মুক্ত রাখতে হাইওয়ে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ওসি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর