বুধবার, ২৭ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

উচ্চ আদালতের বিচারিক কার্যক্রম নিয়মিত করার দাবি আইনজীবীদের

নিজস্ব প্রতিবেদক

উচ্চ আদালতের বিচারিক কার্যক্রম নিয়মিত করার দাবিতে সুপ্রিম কোর্ট এলাকায় মানববন্ধন করেছেন আইনজীবীরা। গতকাল সুপ্রিম কোর্টের সাধারণ আইনজীবী লেখা ব্যানারে তারা এ মানববন্ধন করেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ড. মোমতাজ উদ্দিন আহমেদ মেহেদীর সভাপতিত্বে অ্যাডভোকেট এ কে এম তৌহিদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সহসভাপতি মো. শফিক উল্লাহ, আইনজীবী শাহ মঞ্জুরুল হক ও নুরে আলম উজ্জ্বল প্রমুখ।

পরে প্রধান বিচারপতি বরাবরে এ বিষয়ে স্মারকলিপিও দিয়েছেন তারা। মোমতাজ উদ্দিন আহমেদ মেহেদী স্বাক্ষরিত স্মারকলিপিতে বলা হয়, ‘করোনা সংক্রমণের হার ও মৃত্যু সহনীয় পর্যায়ে চলে এসেছে। ইতিমধ্যে বিচারপতি, আইনজীবী ও আদালতের কর্মকর্তারা টিকা নিয়েছেন। এ অবস্থায় সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারিক কার্যক্রম নিয়মিত করতে আর কোনো বাধা রয়েছে বলে আমরা মনে করি না।

সর্বশেষ খবর