মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

দুই দিনে সূচক কমল ১০০ পয়েন্টের বেশি

নিজস্ব প্রতিবেদক

সপ্তাহের দ্বিতীয় দিনেও ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের বড় দরপতন হয়েছে। দুই কার্যদিবসেই শেয়ারবাজারে বড় দরপতন হলো। দুই দিনে ডিএসইতে সূচক কমেছে ১০০ পয়েন্টের বেশি। গতকাল লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৫৬ পয়েন্ট কমে ৬ হাজার ৭৯৯ পয়েন্টে নেমে গেছে। ডিএসইতে লেনদেনে ৫৫ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ২৯৫টির। আর ২৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম অপরিবর্তিত থাকে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক সিএএসপিআই কমেছে ২১০ পয়েন্ট।

লেনদেন হয়েছে ৩৪ কোটি ৭৬ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ২৮৩টি প্রতিষ্ঠানের মধ্যে ৩৮টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ২১৯টির।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর