বুধবার, ১০ নভেম্বর, ২০২১ ০০:০০ টা
সংক্ষিপ্ত

লাশ খুঁজে পাচ্ছে না পুলিশ, বাবার মামলা

খুলনায় কলেজ ছাত্র হত্যা

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনার পাইকগাছায় অপহরণের পর কলেজছাত্র আমিনুর রহমানকে (২০) হত্যার ঘটনা জানাজানি হলেও লাশ উদ্ধার হয়নি। এ হত্যার ঘটনায় গ্রেফতার হওয়া ফয়সাল সরদারের স্বীকারোক্তি মতে ঘটনাস্থলের আশপাশে অনুসন্ধান চালিয়েছে পুলিশ। এদিকে এ ঘটনায় নিহতের পিতা ছুরমান গাজী বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছেন। পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর আসামি ফয়সালকে আদালতে প্রেরণ করেছে। নিহত আমিনুর রহমান কপিলমুনি কলেজের একাদশ শ্রেণির ছাত্র। জানা যায়, রবিবার রাত ৯ টার দিকে পাইকগাছার আগড়ঘাটা বাজার এলাকায় তাকে অপহরণ করা হয়। এরপর সোমবার দুপুরে অপহরণের ঘটনায় মুক্তিপণ নিতে এসে গ্রেফতার হয় ফয়সাল। 

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান জানান, গ্রেফতার হওয়া ফয়সাল জিজ্ঞাসাবাদে রবিবার রাতে ওই ছাত্রকে হত্যার কথা জানিয়েছে। তার স্বীকারোক্তি অনুযায়ী হত্যার স্থানে অনেক রক্ত দেখা গেছে। তবে লাশ পাওয়া যায়নি। তিনি বলেন, ফয়সালের প্রেমিকা একটি আরওয়ান  মোটরসাইকেল না কিনলে প্রেমের সম্পর্ক বিচ্ছেদের হুমকি দেয়। এ কারণে  মোটরসাইকেল কেনার টাকা যোগাড় করতে ফয়সাল এ হত্যাকান্ড ঘটিয়েছে বলে স্বীকার করেছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর