মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

শেয়ারবাজারে সামান্য বাড়ল সূচক

নিজস্ব প্রতিবেদক

আগের দিনের বড় দরপতন কাটিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূচক সামান্য বেড়েছে। তবে  বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে। একই সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ। গতকাল দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১১ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৯৪১ পয়েন্টে উঠে এসেছে। লেনদেনে অংশ নেওয়া ১১৫ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ২২৭টির। আর ৩১টির দাম অপরিবর্তিত রয়েছে। বাজারটিতে লেনদেন হয়েছে ১ হাজার ৪২১ কোটি ৩৪ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ১ হাজার ১১১ কোটি ৩৫ লাখ টাকা। এ হিসেবে লেনদেন বেড়েছে ৩০৯ কোটি ৯৯ লাখ টাকা। টাকার অঙ্কে ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো লিমিটেডের শেয়ার। কোম্পানিটির ১৯৪ কোটি ২৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

৩ টাকা ৩০ পয়সা কমে ১৭৭ টাকা ৪০ পয়সা হয়েছে বেক্সিমকোর শেয়ার। লেনদেনে দ্বিতীয় স্থানে ব্র্যাক ব্যাংক ও তৃতীয় স্থানে রয়েছে আইএফআইসি ব্যাংক। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ২৯ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ৪৫ কোটি ৭৫ লাখ টাকা। ২৮২টি প্রতিষ্ঠানের মধ্যে ১০৪টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৬৪টির এবং ১৪টির দাম অপরিবর্তিত রয়েছে।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর