বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

বেগম রোকেয়া দিবস আজ

নিজস্ব প্রতিবেদক

বেগম রোকেয়া দিবস আজ। বাংলার নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার ১৪১তম জন্ম এবং ৮৯তম মৃত্যুবার্ষিকী। বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রতিবছর এদিন সারা দেশে সরকারিভাবে রোকেয়া দিবস পালন করা হয়। দিবসটি উপলক্ষে ঢাকা ও রংপুরসহ দেশের বিভিন্ন স্থানে সরকারি ও বেসরকারি পর্যায়ে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন। দিবসটি উপলক্ষে আজ সকাল ১০টায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে রোকেয়া পদক ২০২১ প্রদান করা হবে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বেগম রোকেয়া ১৮৮০ সালের ৯ ডিসেম্বর রংপুরের পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেন। সে সময় সমাজ ছিল নানা কুসংস্কারে আচ্ছন্ন। রক্ষণশীল মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে তিনি নারী জাগরণের অগ্রদূতের ভূমিকায় অবতীর্ণ হন। ঊনবিংশ শতাব্দীর এই খ্যাতিমান বাঙালি সাহিত্যিক ও সমাজ সংষ্কারক ১৯৩২ সালের ৯ ডিসেম্বর মৃত্যুবরণ করেন।  

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর