বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

ছাত্রী হত্যায় তিনজনের ফাঁসি, যাবজ্জীবন ৩

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জে কলেজছাত্রী গৃহবধূ সুপ্রিয়া সাহা হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড ও তিনজনকে যাবজ্জীন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জয়শ্রী সমদ্দার গতকাল এ রায় দেন। মৃত্যুদণ্ড পাওয়া আসামিরা হলেন নিহত সুপ্রিয়া সাহার শ্বশুর দিলীপ সরকার (৬০), শাশুড়ি গীতা সরকার (৪৫) ও মানিকগঞ্জ পূর্ব দাশড়া গ্রামের দীলিপ রায়ের ছেলে মহাদেব রায়। যাবজ্জীবন কারাদণ্ড পেয়েছেন বিষ্ণুপাল, রঞ্জিত সাহা ও রঞ্জিত ঘোষ। অভিযোগ প্রমাণিত না হওয়ায় সুপ্রিয়ার স্বামী দিপাঞ্জন সাহাকে খালাস দিয়েছে আদালত। মামলা সূত্রে জানা যায়, ২০১৬ সালের ৭ আগস্ট মানিকগঞ্জ শহরের পূর্বদাশড়ার ভাড়া বাসায় কলেজছাত্রী সুপ্রিয়া সাহাকে শ্বাসরোধে হত্যা করে হাত-পা বেঁধে মেঝেতে ফেলে পালিয়ে যায় আসামিরা। পরদিন সদর থানা পুলিশ তার লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের বাবা সদর থানায় মামলা করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর