শনিবার, ২২ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা
সংক্ষিপ্ত

মেডিকেলে ভর্তি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে চান শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ছাত্র-ছাত্রীরা যে সিলেবাসে এইচএসসি পরীক্ষা দিয়েছে, সেই সিলেবাসেই বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হওয়া উচিত। সংক্ষিপ্ত সিলেবাস পড়ালাম, আর মেডিকেলের ভর্তি পরীক্ষায় পুরো সিলেবাস দিলাম, এটি মনে হয় যুক্তিযুক্ত নয়। গতকাল বিকালে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে (এনসিটিবি) এক সভায় যোগদানের আগে সাংবাদিকের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। দীপু মনি বলেন, গতবার (২০২০ সালে) যারা এইচএসসি পাস করেছেন তাদের পরীক্ষা না নিয়ে পূর্ববর্তী পরীক্ষার ভিত্তিতে ফল দেওয়া হয়েছে। কিন্তু তারা পরীক্ষার জন্য পুরোটা পড়াশোনা করেছেন। এবার (২০২১ সালে) যারা এইচএসসি পরীক্ষা দিয়েছেন তারা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় বেশিরভাগ ক্লাস করতে পারেননি। তাই তাদের সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নেওয়া হয়েছে। তাদের কাছে ভর্তি পরীক্ষায় পুরো সিলেবাসের জ্ঞান আশা করি না। আশা করি, যারা ভর্তি পরীক্ষা নেন তারা এটি বিবেচনা করবেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর