চট্টগ্রামের একটি বেসরকারি ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তা আহসান হাবিব (ছদ্মনাম)। কয়েক মাস আগে ডেটিং অ্যাপ মিটমির মাধ্যমে পরিচয় হয় কণা নামে এক কথিত তরুণীর সঙ্গে। অল্প কয়েক দিনের মাধ্যমে ওই তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে ওই তরুণী চেয়ে বসেন কিছু ব্যক্তিগত ছবি। ছবি পেয়েই পাল্টে যেতে থাকে কথিত প্রেমিকার রূপ। ব্যক্তিগত ওই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে আদায় করা হয় মোটা অঙ্কের টাকা। শুধু আহসান হাবিব নন, ডেটিং অ্যাপে মনের মানুষ কিংবা বন্ধু খুঁজতে গিয়ে প্রতারণার শিকার হচ্ছেন চট্টগ্রামে প্রতিষ্ঠিত অনেকেই। তারা প্রতারিত হলেও সম্মান খোয়ানোর ভয়ে প্রতারিতদের কেউ এ বিষয়ে মুখ খুলছেন না। তথ্য প্রযুক্তিবিদ ড. ফয়সাল কামাল চৌধুরী বলেন, ‘ডেটিং সাইট এবং অ্যাপগুলোর বেশির ভাগই প্রতারণার ফাঁদ হিসেবে ব্যবহার করা হচ্ছে। তারা সুন্দরী নারীদের ছবি প্রোফাইলে ব্যবহার করে পুরুষদের প্রলুব্ধ করে। পরে ব্যক্তিগত তথ্য এবং ছবি হাতিয়ে নিয়ে প্রতারণা করছে। এ ধরনের অসংখ্য অভিযোগ আসে আমাদের কাছে। কিন্তু তারা সামাজিক মর্যাদার কথা চিন্তা করে আইনি ব্যবস্থা গ্রহণ করেন না।’ তিনি পরামর্শ দিয়ে বলেন, ‘প্রতিষ্ঠিত ব্যক্তিদের উচিত ডেটিং সাইটগুলো এড়িয়ে চলা। ব্যক্তিগত তথ্য কোনো সাইট বা অ্যাপে শেয়ার না করা। কারণ এ তথ্য প্রতারণা ছাড়াও জঙ্গিবাদসহ নানা অপরাধে ব্যবহার করার সম্ভাবনা রয়েছে।’ সিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের উপকমিশনার ফারুক উল হক বলেন, ‘অনলাইনে মনের মানুষ খুঁজতে গিয়ে প্রতারিত হন এমন কথা শুনি। কিন্তু কেউ অভিযোগ না করার কারণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যায় না।’ একইভাবে সিএমপির কোতোয়ালি থানার ওসি নেজাম উদ্দিন বলেন, ‘ডেটিং অ্যাপে মনের মানুষ খুঁজতে গিয়ে প্রতারিত হন এমন অভিযোগ পাই। কিন্তু সম্মানের কথা চিন্তা করে কেউ লিখিত অভিযোগ দেন না। ফলে এসব প্রতারণার বিষয়ে কার্যত কোনো পদক্ষেপ গ্রহণ করা যায় না।’ অনুসন্ধানে জানা যায়, ডেটিং অ্যাপ ব্যবহার করে প্রতারণায় নেমেছে কিছু সংঘবদ্ধ চক্র। তারা ডেটিং অ্যাপ টিন্ডার, টানটান, মিটমি, বাডুসহ কিছু অ্যাপের প্রোফাইলে সুন্দরী নারীদের ছবি ব্যবহার করে। এরপর ভিকটিমের সঙ্গে বন্ধুত্ব তৈরি করে। প্রেমের নাম করে হাতিয়ে দেয় ব্যক্তিগত ছবি। পরে ব্যক্তিগত ছবি নিয়ে শুরু করে প্রতারণা। আবার কিছু কিছু ক্ষেত্রে একান্ত সময় কাটানোর প্রস্তাব দিয়ে নিয়ে যাওয়া হয়। তাদের কথায় রাজি হয়ে একান্ত সময় কাটাতে গেলে জিম্মি করে আদায় করা হয় মোটা অঙ্কের টাকা। আইন প্রয়োগকারী সংস্থার একাধিক কর্মকর্তা বলেন, ডেটিং অ্যাপে প্রতারণার যত তথ্য পেয়েছি তার মধ্যে ভিকটিমের প্রায় সবাই সমাজে প্রতিষ্ঠিত। অ্যাপে সুন্দরী নারীদের ছবি প্রোফাইলে ব্যবহার করলেও নেপথ্যে থাকে প্রতারক চক্রের পুরুষ সদস্যরা।
শিরোনাম
- সিদ্ধিরগঞ্জে তরুণীকে ‘সংঘবদ্ধ ধর্ষণে’র অভিযোগে মামলা
- জিয়াউর রহমান দেশ থেকে বাকশাল দূর করেছিলেন: মঈন খান
- চুয়াডাঙ্গায় বিএনপি প্রার্থী শরীফুজ্জামানের গণসংযোগ
- সিংড়ায় উপজেলা আওয়ামী লীগ সভাপতি গ্রেপ্তার
- কৃষকদের কাছ থেকে ৭ লাখ মেট্রিক টন ধান-চাল কিনবে সরকার
- বীরগঞ্জে ‘ষষ্ঠক নেতা কোর্স’ সম্পন্ন, নেতৃত্ব বিকাশে স্কাউটিং-এর ওপর জোর
- নারায়ণগঞ্জে গর্ভবতী নারীদের স্বাস্থ্যসেবায় ডায়াথার্মি মেশিন বিতরণ
- ঢাকা-১৭ আসনে লড়বেন শহিদ জহির রায়হানের ছেলে, যা বললেন মা সুচন্দা
- আগাম ফুলকপি-বাঁধাকপি চাষে অনেকের ভাগ্যের চাকা ঘুরেছে
- বাগেরহাটের নতুন জেলা প্রশাসক গোলাম মো. বাতেন
- ভিয়েতনামে স্যান্ডউইচ খেয়ে ১৬২ জন হাসপাতালে ভর্তি
- শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সেবা কার্যক্রম চালু করল ইউজিসি
- চলতি সপ্তাহে পেঁয়াজের দাম না কমলে আমদানি: বাণিজ্য উপদেষ্টা
- ৫ মামলায় হাইকোর্টে জামিন পেলেন আইভী
- ইজিবাইকের মোটরের সাথে ওড়না পেঁচিয়ে তরুণীর মৃত্যু
- মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বোর্ডের জরুরি নির্দেশনা
- ‘সুনামগঞ্জের ধান-চালে আর্সেনিকের উপস্থিতি সহনীয় মাত্রার চেয়ে অনেক কম’
- রাস্তায় নেমে চাপ সৃষ্টি করে ঐকমত্য হয় না : আমীর খসরু
- যুক্তরাষ্ট্রে সব এমডি-১১ কার্গো বিমান উড্ডয়ন বন্ধ
- বগুড়ায় থামছে না পেঁয়াজের ঝাঁজ, বিপাকে ক্রেতা
প্রতারণার ফাঁদ ডেটিং অ্যাপ
ব্যক্তিগত ওই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে আদায় করা হয় মোটা অঙ্কের টাকা।
মুহাম্মদ সেলিম, চট্টগ্রাম
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর