চট্টগ্রামের একটি বেসরকারি ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তা আহসান হাবিব (ছদ্মনাম)। কয়েক মাস আগে ডেটিং অ্যাপ মিটমির মাধ্যমে পরিচয় হয় কণা নামে এক কথিত তরুণীর সঙ্গে। অল্প কয়েক দিনের মাধ্যমে ওই তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে ওই তরুণী চেয়ে বসেন কিছু ব্যক্তিগত ছবি। ছবি পেয়েই পাল্টে যেতে থাকে কথিত প্রেমিকার রূপ। ব্যক্তিগত ওই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে আদায় করা হয় মোটা অঙ্কের টাকা। শুধু আহসান হাবিব নন, ডেটিং অ্যাপে মনের মানুষ কিংবা বন্ধু খুঁজতে গিয়ে প্রতারণার শিকার হচ্ছেন চট্টগ্রামে প্রতিষ্ঠিত অনেকেই। তারা প্রতারিত হলেও সম্মান খোয়ানোর ভয়ে প্রতারিতদের কেউ এ বিষয়ে মুখ খুলছেন না। তথ্য প্রযুক্তিবিদ ড. ফয়সাল কামাল চৌধুরী বলেন, ‘ডেটিং সাইট এবং অ্যাপগুলোর বেশির ভাগই প্রতারণার ফাঁদ হিসেবে ব্যবহার করা হচ্ছে। তারা সুন্দরী নারীদের ছবি প্রোফাইলে ব্যবহার করে পুরুষদের প্রলুব্ধ করে। পরে ব্যক্তিগত তথ্য এবং ছবি হাতিয়ে নিয়ে প্রতারণা করছে। এ ধরনের অসংখ্য অভিযোগ আসে আমাদের কাছে। কিন্তু তারা সামাজিক মর্যাদার কথা চিন্তা করে আইনি ব্যবস্থা গ্রহণ করেন না।’ তিনি পরামর্শ দিয়ে বলেন, ‘প্রতিষ্ঠিত ব্যক্তিদের উচিত ডেটিং সাইটগুলো এড়িয়ে চলা। ব্যক্তিগত তথ্য কোনো সাইট বা অ্যাপে শেয়ার না করা। কারণ এ তথ্য প্রতারণা ছাড়াও জঙ্গিবাদসহ নানা অপরাধে ব্যবহার করার সম্ভাবনা রয়েছে।’ সিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের উপকমিশনার ফারুক উল হক বলেন, ‘অনলাইনে মনের মানুষ খুঁজতে গিয়ে প্রতারিত হন এমন কথা শুনি। কিন্তু কেউ অভিযোগ না করার কারণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যায় না।’ একইভাবে সিএমপির কোতোয়ালি থানার ওসি নেজাম উদ্দিন বলেন, ‘ডেটিং অ্যাপে মনের মানুষ খুঁজতে গিয়ে প্রতারিত হন এমন অভিযোগ পাই। কিন্তু সম্মানের কথা চিন্তা করে কেউ লিখিত অভিযোগ দেন না। ফলে এসব প্রতারণার বিষয়ে কার্যত কোনো পদক্ষেপ গ্রহণ করা যায় না।’ অনুসন্ধানে জানা যায়, ডেটিং অ্যাপ ব্যবহার করে প্রতারণায় নেমেছে কিছু সংঘবদ্ধ চক্র। তারা ডেটিং অ্যাপ টিন্ডার, টানটান, মিটমি, বাডুসহ কিছু অ্যাপের প্রোফাইলে সুন্দরী নারীদের ছবি ব্যবহার করে। এরপর ভিকটিমের সঙ্গে বন্ধুত্ব তৈরি করে। প্রেমের নাম করে হাতিয়ে দেয় ব্যক্তিগত ছবি। পরে ব্যক্তিগত ছবি নিয়ে শুরু করে প্রতারণা। আবার কিছু কিছু ক্ষেত্রে একান্ত সময় কাটানোর প্রস্তাব দিয়ে নিয়ে যাওয়া হয়। তাদের কথায় রাজি হয়ে একান্ত সময় কাটাতে গেলে জিম্মি করে আদায় করা হয় মোটা অঙ্কের টাকা। আইন প্রয়োগকারী সংস্থার একাধিক কর্মকর্তা বলেন, ডেটিং অ্যাপে প্রতারণার যত তথ্য পেয়েছি তার মধ্যে ভিকটিমের প্রায় সবাই সমাজে প্রতিষ্ঠিত। অ্যাপে সুন্দরী নারীদের ছবি প্রোফাইলে ব্যবহার করলেও নেপথ্যে থাকে প্রতারক চক্রের পুরুষ সদস্যরা।
শিরোনাম
- বিএনপির রাজনীতিতে সব ধর্মের প্রতি সম্মান আছে : এ্যানী
- আমরা কোন রাজনীতির কথা ভাবছি
- রাজধানীতে বায়তুল মোকাররম মসজিদের সামনে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, পুড়ল দোকান
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
প্রতারণার ফাঁদ ডেটিং অ্যাপ
ব্যক্তিগত ওই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে আদায় করা হয় মোটা অঙ্কের টাকা।
মুহাম্মদ সেলিম, চট্টগ্রাম
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর