শুক্রবার, ১১ মার্চ, ২০২২ ০০:০০ টা

এক মাসের ব্যবধানে তিন দফায় রদবদল রেলে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

এক মাসের ব্যবধানে তিন দফায় রদবদল হয়েছে রেলওয়েতে। এবার রেলওয়েতে ১০ পদে রদবদল হয়েছে। প্রশাসনিক স্বার্থে এসব রদবদল বলে দফতর আদেশে উল্লেখ করা হয়েছে। এর কিছুদিন আগেও একইভাবে শীর্ষ গুরুত্বপূর্ণ পদে রদবদল হয়েছিল। এ বদলিতে কেউ কেউ পছন্দের পদে আসতে ইচ্ছা পোষণ করলেও অনেকেই হতাশ। তা নিয়ে রেল অঙ্গনে চলছে নানা আলোচনা-গুঞ্জন। নানা ইস্যু তৈরি করে ঊর্ধ্বতন কর্তাদের পছন্দের লোকদের বসানোর জন্য এসব কাজ করেন বলে একাধিক সূত্রে জানা গেছে। তবে প্রশাসনিক স্বার্থে যে কোনো স্থানে চাকরি করবেন বলেও জানান বদলি কর্মকর্তারা। জানা গেছে, টানা দুই দফায় ব্যাপক বদলির পর আবারও রদবদল আনা হয়েছে রেলওয়ের ১০টি গুরুত্বপূর্ণ পদে। এতে পূর্বাঞ্চল রেলওয়ের চট্টগ্রাম বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (চট্টগ্রাম), ডেপুটি চিফ কমার্শিয়াল ম্যানেজার (চট্টগ্রাম), সিনিয়র ট্রাফিক ট্রেনিং অফিসারসহ (চট্টগ্রাম) মোট ১০ পদে রদবদল করা হয়েছে। বুধবার রাতে ঢাকা রেলভবনের উপপরিচালক শাহ আলম স্বাক্ষরিত এক দফতর আদেশ জারি করা হয়।

১০ ফেব্রুয়ারি রদবদল হয় রেলওয়ে পূর্বাঞ্চলের (চট্টগ্রাম) সহকারী মহাব্যবস্থাপকসহ চট্টগ্রামের তিনটি, বিভাগীয় ব্যবস্থাপকসহ (ডিআরএম) ঢাকার চারটি ও পশ্চিমাঞ্চলের অ্যাডিশনাল চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট পদে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর