বাগেরহাটের শরণখোলায় বাঘের তাড়া খেয়ে লোকালয়ে চলে আসা একটি স্ত্রী চিত্রা হরিণ উদ্ধার করা হয়েছে। গতকাল দুপুরে উপজেলার সুন্দরবন সংলগ্ন সোনাতলা থেকে ওয়াইল্ড ও ভিলেজ টাইগার টিমের (ভিটিআরটি) সদস্যরা হরিণটি উদ্ধার করে। পরে বন বিভাগ হরিণটি শরণখোলা রেঞ্জ অফিস এলাকার বনে অবমুক্ত করে।
ওয়াইল্ড টিমের শরণখোলার ফিল্ড ফ্যাসিলিটেটর আলম হাওলাদার জানান, বাঘের তাড়া খেয়ে ভোলা নদী সাঁতরে একটি চিত্রা হরিণ সোনাতলার ভিতরে ঢুকে পড়ে। অক্ষত অবস্থায় হরিণটি দুপুর ১২টার দিকে উদ্ধার করে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জ অফিসে পৌঁছে দেওয়া হয়।
শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) রানা দেব জানান, দুপুর ২টার দিকে হরিণটি রেঞ্জ অফিস এলাকার বনে অবমুক্ত করা হয়েছে। স্ত্রী হরিণটির বয়স দুই বছর হবে বলে জানান এই কর্মকর্তা।