শুক্রবার, ১১ মার্চ, ২০২২ ০০:০০ টা

সুন্দরবন স্কয়ার মার্কেট উচ্ছেদের পর দখল

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটে মঙ্গলবার ১৪টি অবৈধ দোকান উচ্ছেদ করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এক দিন পর গতকাল আবার কয়েকটি দোকান নির্মাণ করেছেন ব্যবসায়ীরা। তবে সংস্থাটির কর্মকর্তারা বলছেন, যারা উচ্ছেদের পরও নতুন করে দোকান নির্মাণ করেছেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। গতকাল সরেজমিন দেখা যায়, সুন্দরবন স্কয়ার মার্কেটের ১ নম্বর গেটের বাম পাশের উচ্ছেদ হওয়া দোকানটি আবার পুনর্নির্মাণ করেছেন মালিক। নির্মিত দোকানটির তিন পাশে শাটার নামিয়ে বন্ধ রাখা হয়েছে। তবে দোকানটির মালিক কে তা জানা যায়নি। এ ছাড়া ১৩৩/১ দোকানটিও উচ্ছেদ করা হয়েছে। দোকানটির সামনের অংশে দেয়াল তুলে ভিতরে ঢোকার পথ বন্ধ করে দেওয়া হয়েছে। একই অবস্থা ৫ নম্বর গেটের পাশে উচ্ছেদ হওয়া দোকানটিরও। দোকানের সামনের অংশে দেয়াল কে তুলেছে জানতে চাইলে মার্কেটের হামিদ নামে এক দারোয়ান বলেন, এটা সিটি করপোরেশন করেছে। যেন ভিতরে কেউ ঢুকতে না পারে। তবে এ বিষয়ে ডিএসসিসির বাজার নির্মাণ সেলের প্রকৌশলী মো. কিবরিয়া বলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট অবৈধ দোকান উচ্ছেদ করেছে। এরপর আমরা দেয়াল তুলে দিয়েছি।

কারণ হিসেবে তিনি বলেন, এসব অসাধু ব্যবসায়ী যেন নতুন করে দোকান নির্মাণ না করতে পারেন।

এ প্রসঙ্গে সংস্থাটির প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. রাসেল সাবরিন বলেন, এ রকম তথ্য আমি পাইনি। তবে পরবর্তীতে আবার উচ্ছেদে গেলে ওই দোকানিকে আইন অনুযায়ী জেল ও জরিমানা করা হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর