শুক্রবার, ১১ মার্চ, ২০২২ ০০:০০ টা
ঢাকা বিশ্ববিদ্যালয়

শতবর্ষের মিলনমেলা কাল

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ, মুজিব শতবর্ষ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আগামীকাল দিনব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠিত হবে। ‘শতবর্ষের মিলনমেলা’ শিরোনামে এই অনুষ্ঠানে অংশ নিতে ২৫টি দেশ থেকে যুক্ত হবেন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা। গতকাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ উপলক্ষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংগঠনটির মহাসচিব রঞ্জন কর্মকার। তিনি বলেন, আশা করি আগামী ১২ তারিখ আনন্দ উল্লাসে, শপথে অঙ্গীকারে আমরা আমাদের মিলনমেলা সম্পন্ন করতে পারব।  সংগঠনের সভাপতি এ কে আজাদ বলেন, ৯ হাজার ৩৩৭ জন সদস্য এবং তাদের স্ত্রীসহ ১১ হাজার ৩২৭ জন রেজিস্ট্রেশন করেছেন। অনুষ্ঠান সূচীতে আছে কেন্দ্রীয় খেলার মাঠে সাড়ে ৮ টা থেকে অ্যালামনাই ও অতিথিগণ প্রবেশ করবেন। উদ্বোধনী অনুষ্ঠান সকাল পৌনে ১১ টায় পবিত্র ধর্মগ্রন্থসমূহ থেকে পাঠ ও শোক প্রস্তাবের মাধ্যমে শুরু হবে। ১০ টা ৫০ মিনিটে প্রকাশিত গ্রন্থসমূহের মোড়ক উন্মোচন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০০ শিল্পীর ১০০ ছবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিত্রপ্রদর্শনী উদ্বোধন হবে। এরপর আলোচনা অনুষ্ঠান ও বিকাল সাড়ে ৩টায় ১০০ জন্য গুণীজনকে মরণোত্তর সম্মাননা প্রদান করা হবে। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠান শেষ হবে।

সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পী সাবিনা ইয়াসমিন সংগীত পরিবেশন করবেন।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর