শুক্রবার, ১১ মার্চ, ২০২২ ০০:০০ টা

লিবিয়ায় আটক আরও ৭৪ বাংলাদেশি দেশে ফিরলেন

নিজস্ব প্রতিবেদক

লিবিয়ার ডিটেনশন সেন্টারে আটক থাকা আরও ৭৪ জন বাংলাদেশি নাগরিক আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় দেশে ফিরেছেন। লিবিয়ার বুরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইটে গতকাল সকালে তারা দেশে ফেরেন। আইওএম ঢাকা অফিসের এক কর্মকর্তা জানান, লিবিয়ার ডিটেনশন ক্যাম্প থেকে দ্বিতীয় দফায় ৭৪ জন বাংলাদেশি সকাল ৮টার দিকে ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন।

লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল এস এম শামিম উজ জামান আটক বাংলাদেশিদের দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করেন। প্রসঙ্গত, ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশিদের প্রথম পর্যায়ে গত ২ মার্চ ১১৪ জনকে আইওএমের সহযোগিতায় দেশে ফেরত আনা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর