মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২ ০০:০০ টা

প্রাণের জোয়ার বইমেলায়

মোস্তফা মতিহার

বেঁধে দেওয়া সময় অনুযায়ী আর মাত্র দুদিন বাকি। এরপরই সাঙ্গ হবে মিলনমেলা। যার কারণে শেষ সময়ে মেলায় এখন প্রাণের জোয়ার বইছে। আগমন ও বই কেনার মধ্য দিয়ে গতকাল ২৮তম দিনেও অমর একুশে মেলাকে সফলতার দিকে নিয়ে গেছেন পাঠকরা।

বিকালের দিকে ভিড় কিছুটা কম হলেও সন্ধ্যার দিকে ভিড় বাড়তে থাকে। মেলা শুরুর পর থেকে এখন পর্যন্ত বইমেলা তার নিজ গতিতেই এগিয়ে চলেছে। প্রকাশকরাও আশা করছেন শেষ দিন পর্যন্ত মেলায় পাঠকদের জোয়ার থাকবে। পাঠকদের জোয়ার ও বই কেনা যদি অব্যাহত থাকে তাহলে এবারের মেলার সফলতা শুধু সময়ের ব্যাপার। এমন আশাবাদ বেশির ভাগ প্রকাশকের। বাংলা একাডেমির জনসংযোগ উপবিভাগের তথ্য মতে, গতকাল অমর একুশে বইমেলার ২৮তম দিনে নতুন বই প্রকাশ হয়েছে ৭৬টি।  গত ২৮ দিনে মেলায় নতুন বই প্রকাশ হয়েছে ৩ হাজার ৩টি।

কবি রাসেল আশেকীর তিনটি কাব্যগ্রন্থ : প্রকাশনা সংস্থা শান্তির প্রবেশ প্রকাশ করেছে কবি রাসেল আশেকীর তিনটি কাব্যগ্রন্থ। কাব্যগ্রন্থগুলো হলো- ‘নামহীন মহাকাব্য’, ‘ভালোবাসার সিলমোহর’ ও ‘ভাবতরঙ্গের আলো’। বই তিনটি কবি রাসেল আশেকীর অপ্রকাশিত মহাকাব্যের তিনটি পর্ব। প্রচ্ছদ ও অলঙ্করণ করেছেন ধ্রুব এষ। বইগুলো বাংলা কবিতায় সম্পূর্ণ নতুন সংযোজন বলে জানিয়েছেন কবি রাসেল আশেকী। বাংলা একাডেমি প্রাঙ্গণের শান্তির প্রবেশ প্রকাশনীর ৭১৪ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে বইগুলো।

নিয়ন মতিয়ুলেরবিশ্বখ্যাত বাঙালি বিজ্ঞানীরা : সাংবাদিক ও কবি নিয়ন মতিয়ুল রচিত ‘বিশ্বখ্যাত বাঙালি বিজ্ঞানীরা’ বই প্রকাশ করেছে বলাকা প্রকাশন। প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। দাম ২৫০ টাকা। পাওয়া যাচ্ছে বলাকা প্রকাশনের স্টলে।

মোড়ক উন্মোচন : পারিজাত প্রকাশনী থেকে প্রকাশ হলো সোনিয়া হকের উপন্যাস ‘দৃষ্টিপথ’। মেলার সোহরাওয়ার্দী উদ্যানের মোড়ক উন্মোচন মঞ্চে উপন্যাসটির মোড়ক উন্মোচন করেন ইতিহাসবিদ অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রকাশক শওকত হোসেন লিটু। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নারীদের মনের ও মানসিকতার পরিবর্তন বইটিতে তুলে ধরেছেন লেখক।

আলোচনা সাংস্কৃতিক অনুষ্ঠান : বিকাল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘ড. মুহম্মদ শহীদুল্লাহ্ : বাংলা ভাষা ও সাহিত্যের আলোকবর্তিকা এবং ড. মুহম্মদ এনামুল হক : জীবন ও সৃজন’ শীর্ষক আলোচনা। এতে প্রবন্ধ উপস্থাপন করেন হাকিম আরিফ এবং সৌরভ সিকদার। আলোচনায় অংশ নেন আনোয়ারুল হক, ললিতা রানী বর্মন এবং মাসুদ রহমান। সভাপতিত্ব করেন সৈয়দ আজিজুল হক।

সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করেন কবি রুহুল মাহবুব, সাঈদ তপু, সাবেদ আল সাদ এবং লুৎফর চৌধুরী। আবৃত্তি করেন তারেক আলী, মাহফুজা আক্তার মিরা, আফরোজা কণা এবং শাহীন। দলীয় সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয় সাংস্কৃতিক সংগঠন ‘প্রাকৃতজন’, ‘সমস্বর’ এবং ‘ঘাসফুল’-এর শিল্পীরা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর