শুক্রবার, ১ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

কুবি উপাচার্যের গাড়ি আটকিয়ে ছাত্রলীগের দাবি আদায়ের চেষ্টা

কুমিল্লা প্রতিনিধি

ছাত্রলীগের দাবি না মানায় উপাচার্যের গাড়ি আটকিয়ে বাগবিতণ্ডায় জড়িয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা। গতকাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে উপাচার্য বলেন, ছাত্রলীগ কিছু অন্যায় দাবি নিয়ে এসেছিল। আমি এসব দাবি মানতে পারব না বলায় তারা আমার গাড়ি আটকে রাখে। ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন শিক্ষকের সঙ্গে কথা বলে জানা গেছে, নিয়োগ, টেন্ডারসহ বিভিন্ন দাবি নিয়ে দুপুর ১টার দিকে উপাচার্যের কার্যালয়ে যান শাখা ছাত্রলীগের অর্ধশতাধিক নেতা-কর্মী।  উপাচার্যের কাছে ছাত্রলীগ নিজেদের দাবি উত্থাপন করলে উপাচার্য সব দাবি লিখিতভাবে দিতে বলেন এবং সবকিছু স্বাভাবিক প্রক্রিয়ায় হবে বলে কার্যালয় থেকে বেরিয়ে যান।

শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ বলেন, উপাচার্য আমাদের দাবি শুনে রাগারাগি করে বেরিয়ে গেলে কথা কাটাকাটি হয়। নাম প্রকাশে অনাগ্রহী এক শিক্ষক বলেন, শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ ও আরও কয়েকজনের নিয়োগ ও প্রকল্পের টেন্ডারের দাবি জানিয়েছিল ছাত্রলীগ। উপাচার্য এসব দাবি লিখিতভাবে চাইলেই ছাত্রলীগের নেতা-কর্মীরা উত্তেজিত হয়ে অশোভন আচরণ করেন।

তবে শাখা ছাত্রলীগের সভাপতি বলেন, আমরা কোনো অন্যায় দাবি নিয়ে যাইনি। আমরা সব দাবিই লিখিতভাবে দেব।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর