সোমবার, ১৮ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

লাল টেলিফোনে জোবায়দার আপিল খারিজ : রিজভী

নিজস্ব প্রতিবেদক

লাল টেলিফোনে জোবায়দার আপিল খারিজ : রিজভী

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনে সহযোগিতার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলা বাতিলের আবেদন (লিভ টু আপিল) করেছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবায়দা রহমান। কিন্তু সে আবেদন উচ্চ আদালতে খারিজ হয়ে যায়। আর এর পেছনে লাল টেলিফোনের প্রভাব রয়েছে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। গতকাল নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহিলা দলের প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি করেন। জোবায়দা রহমানের বিরুদ্ধে দুদকের করা মামলার প্রতিবাদে প্রতিবাদ সভা আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। উপস্থিত ছিলেন মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, সিনিয়র যুগ্ম সম্পাদক হেলেন জেরিন খান ও কেয়া প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর