মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

ডেভিডসনের বইয়ের আন্তর্জাতিক উপদেষ্টা এ বি এম আবদুল্লাহ

নিজস্ব প্রতিবেদক

মেডিসিনের বাইবেলখ্যাত ডেভিডসনের প্রিন্সিপালস অ্যান্ড প্র্যাকটিস অব মেডিসিনের ২৪তম সংস্করণে আন্তর্জাতিক উপদেষ্টামণ্ডলীর একজন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন ইমেরিটাস অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ। তিনি স্বনামধন্য মেডিসিন বিশেষজ্ঞ। এ উপদেষ্টামণ্ডলীর তালিকায় আছেন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জর্ডান, ভারতের স্বনামধন্য চিকিৎসকরা।

ডেভিডসনের প্রিন্সিপালস অ্যান্ড প্র্যাকটিস অব মেডিসিনের আন্তর্জাতিক উপদেষ্টামণ্ডলীর একজন নির্বাচিত হওয়ায় এ বি এম আবদুল্লাহ উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘সবার দোয়ায় আমার এ অর্জন। এ রকম বিখ্যাত মেডিকেল বিষয়ক পাঠ্যবইয়ের সঙ্গে জড়িত হতে পেরে সত্যিই গর্বিত।’

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক এ বি এম আবদুল্লাহ দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। চিকিৎসা বিষয়ক একাডেমিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বই লিখেছেন এ মেডিসিন বিশেষজ্ঞ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর