দলীয় ও নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, সাতকানিয়া উপজেলা ও সাতকানিয়া পৌরসভা বিএনপির দুটি কমিটিতে মোট ১০২ জনের মধ্যে ১২ জন ছাড়া কেউ বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের রাজনীতিতে জড়িত নন বলে অভিযোগ উঠেছে। সূত্র জানায়, ৫০ সদস্যের পৌর বিএনপি কমিটির তালিকায় থাকা ৪৩ নম্বর সদস্য মোহাম্মদ মুছা চলতি বছরের জানুয়ারি এবং ৪৪ নম্বর সদস্য নুরুল আলম কয়েক মাস আগেই মারা গেছেন, তাই প্রশ্ন উঠেছে, মরহুমদের নিয়ে গড়া এ কোন বিএনপি কমিটি? মুছা ও আলম দুজনই পৌরসভার ৭নং ওয়ার্ড ভোয়ালিয়াপাড়া বাসিন্দা। তা ছাড়া এ কমিটিতে ইয়াবা ব্যবসায়ী, সাজাপ্রাপ্ত আসামি, পাসপোর্ট জালিয়াতি ও রোহিঙ্গা পাচারের সঙ্গে জড়িতরাও রয়েছেন। এ বিষয়টি সাতকানিয়া উপজেলা ও দক্ষিণ জেলাসহ চট্টগ্রামের নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাদের অভিযোগ-দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির দায়িত্বশীলদের অদক্ষতার কারণেই এ হাস্যকর ব্যাপার ঘটেছে। ক্ষুব্ধরা বলছেন, সাতকানিয়া পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাঈনউদ্দিন জাহেদ মাদক মামলার আসামি। তিনি ২০০৫ সালে হেরোইন মামলায় সাজাপ্রাপ্ত। বিএনপির উপজেলার আহ্বায়ক জামাল হোসেন পতেঙ্গা থানায় পাসপোর্ট জালিয়াতি ও রোহিঙ্গা পাচারের মামলায় আসামি এবং দলের বিরোধী কর্মকান্ডের সঙ্গে জড়িত। সাতকানিয়া উপজেলা বিএনপির নেতা আবুল হোসেন বলেন, কমিটিতে বিতর্কিতও রয়েছেন অনেক। দীর্ঘকাল রাজনীতিতে নেই এমন লোকের নাম থাকলেও ত্যাগীদের স্থান দেওয়া হয়নি। তাই এ কমিটি বাতিল করে দ্রুত সময়ের মধ্যে নতুন কমিটির দাবি তুলেছেন অনেকেই। নবগঠিত সাতকানিয়া পৌরসভা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মৃত নুরুল আলমের মেয়ে সানজিদা ইসরাত বলেন, আমার আব্বা বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। গত ১৪ জানুয়ারি আমার আব্বা মৃত্যুবরণ করেছেন। জামাল হোসেন বলেন, তার বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা অভিযোগ তোলা হয়েছে।
শিরোনাম
- ঢাকার ইন্দিরা রোড থেকে গাজীপুরের আওয়ামী লীগ নেতা গ্রেফতার
- যৌথ বাহিনীর অভিযানে সারা দেশে আটক ২৯ জন
- জয়ের পরই বাবার মৃত্যুর খবর পেলেন লঙ্কান ক্রিকেটার
- বাংলাদেশ ও চীন হাতে হাত রেখে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা
- বাংলাদেশকে নিয়ে শেষ চারে শ্রীলঙ্কা
- সরকারি প্রতিষ্ঠানে প্রশিক্ষণ ভাতা পুনর্নির্ধারণ
- রাবিতে পোষ্য কোটা পুনর্বহাল, উপাচার্যের বাসভবন ঘেরাও
- নেপালকে ৪ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ
- ইসলামি দলগুলোর ঐক্য নিয়ে যে বার্তা দিলেন হেফাজত আমির
- সিলেটে ব্যাটারিচালিত রিকশা চলবে না : পুলিশ কমিশনার
- যে সকল ভারতীয়দের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র
- ৯১ রানে ৬ উইকেট হারিয়ে চাপে আফগানিস্তান
- জুলাই বিপ্লব পরবর্তীতে র্যাবের কার্যক্রম প্রশংসিত হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
- সার সংকটে ঝিনাইদহের কৃষক, উৎপাদন খরচ বাড়ার শঙ্কা
- ঐকমত্য কমিশনের আলোচনার মাধ্যমে রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে : প্রেস সচিব
- লিবিয়ায় মাফিয়াদের গুলিতে নিহত মাদারীপুরের যুবক
- ট্রাম্পের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই: ব্রাজিল প্রেসিডেন্ট
- ফিকি লিডারশিপ একাডেমি চালুর উদ্যোগ
- জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে পারেন তাকাইচি
- শেরপুরে পাহাড়ি ঢলে ঝিনাইগাতীর মহারশি নদীর পানি বিপদসীমার ওপর
সাতকানিয়ায় দুই মরহুম নিয়ে বিএনপির এ কোন কমিটি
ক্ষুব্ধদের প্রশ্ন
সাইদুল ইসলাম, চট্টগ্রাম
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর