দলীয় ও নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, সাতকানিয়া উপজেলা ও সাতকানিয়া পৌরসভা বিএনপির দুটি কমিটিতে মোট ১০২ জনের মধ্যে ১২ জন ছাড়া কেউ বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের রাজনীতিতে জড়িত নন বলে অভিযোগ উঠেছে। সূত্র জানায়, ৫০ সদস্যের পৌর বিএনপি কমিটির তালিকায় থাকা ৪৩ নম্বর সদস্য মোহাম্মদ মুছা চলতি বছরের জানুয়ারি এবং ৪৪ নম্বর সদস্য নুরুল আলম কয়েক মাস আগেই মারা গেছেন, তাই প্রশ্ন উঠেছে, মরহুমদের নিয়ে গড়া এ কোন বিএনপি কমিটি? মুছা ও আলম দুজনই পৌরসভার ৭নং ওয়ার্ড ভোয়ালিয়াপাড়া বাসিন্দা। তা ছাড়া এ কমিটিতে ইয়াবা ব্যবসায়ী, সাজাপ্রাপ্ত আসামি, পাসপোর্ট জালিয়াতি ও রোহিঙ্গা পাচারের সঙ্গে জড়িতরাও রয়েছেন। এ বিষয়টি সাতকানিয়া উপজেলা ও দক্ষিণ জেলাসহ চট্টগ্রামের নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাদের অভিযোগ-দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির দায়িত্বশীলদের অদক্ষতার কারণেই এ হাস্যকর ব্যাপার ঘটেছে। ক্ষুব্ধরা বলছেন, সাতকানিয়া পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাঈনউদ্দিন জাহেদ মাদক মামলার আসামি। তিনি ২০০৫ সালে হেরোইন মামলায় সাজাপ্রাপ্ত। বিএনপির উপজেলার আহ্বায়ক জামাল হোসেন পতেঙ্গা থানায় পাসপোর্ট জালিয়াতি ও রোহিঙ্গা পাচারের মামলায় আসামি এবং দলের বিরোধী কর্মকান্ডের সঙ্গে জড়িত। সাতকানিয়া উপজেলা বিএনপির নেতা আবুল হোসেন বলেন, কমিটিতে বিতর্কিতও রয়েছেন অনেক। দীর্ঘকাল রাজনীতিতে নেই এমন লোকের নাম থাকলেও ত্যাগীদের স্থান দেওয়া হয়নি। তাই এ কমিটি বাতিল করে দ্রুত সময়ের মধ্যে নতুন কমিটির দাবি তুলেছেন অনেকেই। নবগঠিত সাতকানিয়া পৌরসভা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মৃত নুরুল আলমের মেয়ে সানজিদা ইসরাত বলেন, আমার আব্বা বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। গত ১৪ জানুয়ারি আমার আব্বা মৃত্যুবরণ করেছেন। জামাল হোসেন বলেন, তার বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা অভিযোগ তোলা হয়েছে।
শিরোনাম
- ভিডিও ছড়ানোর ‘মূলহোতা’ শাহ পরান পাঁচদিনের রিমান্ডে
- জুনিয়রদের যৌন হেনস্তা ও হুমকির অভিযোগে সাত ইসরায়েলি সেনা আটক
- চট্টগ্রামে টানা বর্ষণে নিম্নাঞ্চলে জলাবদ্ধতা
- জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে লক্ষ্মীপুরে ১৫ দিনের কর্মসূচি
- স্পেনের আদালতে নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধাপরাধের তদন্ত শুরু
- জুলাই বিরোধী শিক্ষকদের পদোন্নতির প্রতিবাদে গোবিপ্রবি শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি
- সিরাজগঞ্জে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ নির্মাণ কাজের উদ্বোধন
- টেস্ট র্যাঙ্কিংয়ে আবারও শীর্ষে হ্যারি ব্রুক
- সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা মাউশির
- ওয়ানডে র্যাঙ্কিংয়ে জাকেরের বড় লাফ, শান্ত-লিটনের অবনমন
- খাগড়াছড়ি জেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ শেফালিকা ত্রিপুরার
- ট্রাম্প টাওয়ারে অফিস খুলছে ফিফা
- ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ইমার্জেন্সি রেসপন্স টিম ও নিয়ন্ত্রণ কক্ষ চালু
- দেশজুড়ে পুলিশের অভিযানে গ্রেফতার ১৭৮৭
- সজল হত্যা মামলায় আইভীর জামিন নামঞ্জুর
- দেশজুড়ে অভিযানে গ্রেপ্তার ১৭৮৭
- বান্দরবানে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
- রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ১১৬৭ মামলা
- ভারী বৃষ্টি ও ভূমিধস নিয়ে আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা
- গোপালগঞ্জে ৭ দিনব্যাপী বৃক্ষ মেলা শুরু
সাতকানিয়ায় দুই মরহুম নিয়ে বিএনপির এ কোন কমিটি
ক্ষুব্ধদের প্রশ্ন
সাইদুল ইসলাম, চট্টগ্রাম
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর