শিরোনাম
শনিবার, ২ জুলাই, ২০২২ ০০:০০ টা

স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন গুহকে শেষ বিদায়

নিজস্ব প্রতিবেদক

শ্রদ্ধা ভালোবাসায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহকে শেষ বিদায় জানিয়েছেন তার রাজনৈতিক সহকর্মীরা। শেষবারের মতো শ্রদ্ধা জানাতে গতকাল সকাল থেকেই কেন্দ্রীয় শহীদ মিনারে ছুটে আসেন অসংখ্য নেতা-কর্মী। আয়োজন করা হয় শোক র‌্যালির। স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি আ ফ ম বাহাউদ্দিন নাছিম সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে শহীদ মিনার পর্যন্ত শোক র‌্যালি করেন। এ সময় আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হক সাচ্চু, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুসহ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। লাশবাহী গাড়িসহ শোক র?্যালিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। সেখানে নির্মল রঞ্জন গুহের কফিনে আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা-কর্মীদের পাশাপাশি সরকারের মন্ত্রী এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠনের কর্মীরা ফুলেল শ্রদ্ধা জানান। পরে নিজ গ্রাম ঢাকা জেলার দোহারে শেষকৃত্য অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে মরদেহে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পরে দলের পক্ষ থেকেও ওবায়দুল কাদের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে ফুল দেন। নির্মল রঞ্জন গুহকে দলের জন্য সম্পদ হিসেবে বর্ণনা করে ওবায়দুল কাদের বলেন, আমাদের পার্টির জন্য একটা অ্যাসেট। তার মৃত্যুতে আমরা একটা অ্যাসেট হারালাম। তার মতো কমিটমেন্ট ও ডেডিকেটেড নেতা এই পার্টিতে দুষ্কর। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মহামারি আর বন্যার সময় নির্মল গুহ সারা দেশে মানুষের পাশে দাঁড়িয়েছেন। তাকে হারানো, এই কম বয়সে আমাদের জন্য সত্যি কষ্টকর। তিনি বেঁচে থাকলে আমাদের দলের জন্য, মানুষের জন্য আরও অনেক কিছু করে যেতে পারতেন।

এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আবদুস সবুর, সংস্কৃতিবিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপ-দফতর সম্পাদক সায়েম খান, কেন্দ্রীয় সদস্য আবদুল আওয়াল শামীম, শাহাবউদ্দিন ফরাজী প্রমুখ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর