রাজধানীর কাফরুলে সাত তলা ভবনের ছাদ থেকে পড়ে তানিয়া (২০) নামে এক গৃহকর্মীর মৃত্যু হয়েছে। গতকাল মাগরিবের নামাজের পরপর এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত সোয়া ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, লাশটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি কাফরুল থানাকে অবহিত করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে রাখা হয়েছে।
গৃহকর্তা হাসানুজ্জামান রেজা জানিয়েছেন, ৩০৪, পূর্ব কাজীপাড়ায় ওই ভবনের সাত তলায় থাকেন তারা। দীর্ঘদিন ধরে তানিয়া তাদের বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করত। সে চট্টগ্রামের রামগড় এলাকার সামছুল হকের মেয়ে। তিনি বলেন, মেয়েটির মাথায় সমস্যা ছিল। তিনি বলেন, ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয়েছে, তবে লাফিয়ে পড়েছে কি না সে সম্পর্কে তিনি নিশ্চিত হতে পারেননি।