শনিবার, ২৭ আগস্ট, ২০২২ ০০:০০ টা

উপসচিব বিদেশে পালানোর অভিযোগে বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক

প্রশাসন ক্যাডারের উপসচিব রিভা শাহরিয়ারকে অসদাচরণ ও বিদেশে পালানোর অভিযোগে বরখাস্ত করা হয়েছে। তবে এ বিষয়ে গত ১৪ আগস্ট জারিকৃত জনপ্রশাসনের প্রজ্ঞাপনে বলা হয়, তাকে বাধ্যতামূলক অবসর দিয়েছে সরকার। যুক্তরাজ্যে বহির্বাংলদেশ ছুটিতে থাকার সময় ২০২০ সালের ২ সেপ্টেম্বর উপসচিব হয়েছিলেন। আগে তিনি ইকোনমিক ক্যাডারভুক্ত ছিলেন। ছুটি শেষে নিয়ম অনুযায়ী দেশে না ফেরায় কঠোর ব্যবস্থা নেওয়া হয়। সরকারি প্রজ্ঞাপনে বলা হয়- রিভা শাহরিয়ার ২০২০ সালের ১০ সেপ্টেম্বর বহির্বাংলাদেশ ছুটি শেষ হলেও সন্তানের চিকিৎসার কথা বলে আরও ছয় মাসের ছুটির আবেদন করেন। বিশ্বব্যাপী কভিড-১৯ পরিস্থিতির কারণে ছুটি মঞ্জুর করে সরকার। তাঁকে জানানো হয়, ছুটি শেষে তাকে অবশ্যই জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগদান করতে হবে। কোনোভাবেই ছুটি বাড়ানো হবে না। কিন্তু আবারও ছুটির জন্য আবেদন করলে তা নাকচ করে তাকে কর্মস্থলে ফেরার নির্দেশ দিলে তিনি তা উপেক্ষা করেন এবং ২০২০ সালের ১০ ডিসেম্বর হতে ২০২২ সালের ১০ ডিসেম্বর পর্যন্ত বিনা বেতনে দুই বছরের ছুটির আবেদন করেন।

বিনা অনুমতিতে বিদেশে অবস্থান করায় তার বিরুদ্ধে অসদাচরণ ও পলায়নের অভিযোগে বিভাগীয় মামলা করা হয়। অভিযুক্ত রিভা শাহরিয়ার ই-মেইলের মাধ্যমে ব্যক্তিগত শুনানিতে অংশগ্রহণের ইচ্ছা প্রকাশ করলেও নির্ধারিত সময়ে উপস্থিত হননি। বিভাগীয় মামলার তদন্ত কর্মকর্তা নিয়োগসহ যাবতীয় প্রক্রিয়া অনুসরণ করা হয়। অসদাচরণ ও পলায়নের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। তাই, বিধিমতে গুরুদন্ড হিসেবে পলায়নের তারিখ থেকে (২০২০ সালের ১০ ডিসেম্বর) সরকারি চাকরি হতে ‘বাধ্যতামূলক অবসর’ দেওয়া হয়েছে। এ বিষয়ে রাষ্ট্রপতি সম্মতি জ্ঞাপন করেছেন।

সর্বশেষ খবর