সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

চা দোকানিকে সহায়তা করতে বললেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

পিরোজপুরের কচা নদীর ওপর নির্মিত   বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু গতকাল ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৮৮৯ কোটি টাকায় নির্মিত এই  সেতুকে কেন্দ্র করে স্থানীয়দের আর্থসামাজিক অবস্থা বদলে যাবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গতকাল উদ্বোধনী অনুষ্ঠানে সেতু নিয়ে নিজের অনুভূতি জানান স্থানীয় চা দোকানি শিপ্রা কুন্ডু। কাউখালীর ক্ষুদ্র নারী ব্যবসায়ী শিপ্রা কুন্ডু তার অনুভূতি প্রকাশ করে বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী বেকুটিয়া ফেরিঘাটে আমার একটি চায়ের দোকান ছিল। সেতু হওয়ার পর চায়ের দোকানটি সেতুর কাছে নিয়ে আসি। আমার সংসারের কাজ শেষ করে দোকানে চা-বিস্কুট বিক্রি করি। এখানে অনেক দূর-দূরান্ত থেকে মানুষ ঘুরতে আসে। আমার স্বামী একজন দিনমজুর। আমরা দুজনে মিলে চায়ের দোকানটি শুরু করেছি।’ এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই নারী ব্যবসায়ীর সাফল্য কামনা করেন। তিনি বলেন, ‘আমি আশা করছি সেতু হওয়ার কারণে লোকজনের চলাচল বাড়বে। আপনার চায়ের দোকানটিও ভালো চলবে।’ পরে প্রধানমন্ত্রী পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জুকে উদ্দেশ্য করে বলেন, শিপ্রা কুন্ডুর চায়ের দোকানটি যাতে আরও ভালো হয় সে বিষয়ে সহায়তা করবেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর