খুলনার শিরোমনি শিল্পাঞ্চলের বেসরকারি মহসেন জুট মিলের শ্রমিক-কর্মচারীদের চূড়ান্ত পাওনা পরিশোধের দাবিতে মিল মালিকের বাসভবন ঘেরাও করা হয়েছে। গতকাল খুলনার শেরে বাংলা রোডে মহসেন জুট মিলের নির্বাহী পরিচালক তৌহিদুল ইসলামের বাসভবন ঘেরাও করে মিলের শ্রমিকরা।
শ্রমিক নেতারা বলেন, মিলের সিবিএ নেতাদের সহযোগিতায় ২০১৩ সালে মিলটি কৃত্রিম অর্থ সংকট দেখিয়ে বন্ধ করে দেওয়া হয়। মিল বন্ধের নয় বছর পরও চার শতাধিক শ্রমিক-কর্মচারীর পাওনা প্রায় ১১ কোটি টাকা পরিশোধ করা হয়নি। আগামী এক সপ্তাহের মধ্যে শ্রমিকদের পাওনা পরিশোধ করা না হলে মিল মালিকের বাসভবনে লাগাতার অবস্থান ও অবরুদ্ধ করে রাখার হুমকি দেয় শ্রমিকরা।
বেসরকারি পাট সুতা, বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি শেখ আমজাদ হোসেনের সভাপতিত্বে ও ফেডারেশনের প্রচার সম্পাদক সাইফুল্লাহ তারেকের পরিচালনায় সভায় বক্তৃতা করেন ফেডারেশনের সাধারণ সম্পাদক গোলাম রসুল খান, শ্রমিক নেতা ইঞ্জিল কাজী, ক্বারী আছহাব উদ্দিন, মাহাতাব উদ্দিন, ইব্রাহিম কাগজি, মো. নিজামউদ্দিন, লিয়াকত মুন্সি, সেকেন্দার আলী।