রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা
সংক্ষিপ্ত

যেনতেন নির্বাচন করতে মাতামাতি করছে নির্বাচন কমিশন : জি এম কাদের

নিজস্ব প্রতিবেদক

জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে বিশেষ কিছু নেই। এই সফরের ফলাফল যেটুকু প্রকাশ হয়েছে তা গতানুগতিক। গতকাল জাতীয় পার্টির বনানীর কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় একথা বলেন তিনি। জিএম কাদের আরও বলেন, সরকারের জনসমর্থন না থাকায় যেনতেন নির্বাচন করতে মাতামাতি করছে নির্বাচন কমিশন। তারা নির্বাচনে পরাজিত হলে সার্বিকভাবে পরাজিত হবে, অস্তিত্ব সংকটে পড়বে তারা। নির্বাচন কমিশন আগে থেকেই দায় এড়াতে বিভিন্ন ধরনের কথা বলছে। তাদের বুঝতে হবে যে, নির্বাচন কমিশনের প্রতি আস্থা নেই বলেই রাজনৈতিক দলগুলো নির্বাচনে যেতে চাচ্ছে না। জিএম কাদের বলেন, নির্বাচন কমিশনের উচিত সবার আস্থা অর্জনে চেষ্টা করা। শুধু আওয়ামী লীগ ও তাদের কিছু মিত্র ছাড়া কেউই নির্বাচনে ইভিএম চায়নি, কিন্তু নির্বাচন কমিশন হঠাৎ করেই ইভিএম-এ নির্বাচন করার ঘোষণা দিয়েছে।

তিনি বলেন, প্রশাসনের প্রতিটি স্তরে দলীয় লোক নিয়োগ করা হয়েছে। আবার ভোটের সময় পোলিং বুথে আওয়ামী লীগের কর্মী নিয়োগ দেওয়া থাকে, তারা সহায়তার নামে ইভিএম-এ ভোটারদের ভোট দিয়ে দেন। এভাবে চলতে দেওয়া যায় না। এ এন এম রফিকুল ইসলাম সেলিমের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন শফিকুল ইসলাম সেন্টু, মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, মনিরুল ইসলাম মিলন প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর