মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

বরিশালে অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে অবৈধ স্থাপনা উচ্ছেদ

বরিশালে সাগরদী থেকে দপদপিয়া সেতু পর্যন্ত ঢাকা-বরিশাল-কুয়াকাটা মহাসড়কের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। জেলা প্রশাসনের সহায়তায় সড়ক ও জনপথ বিভাগ গতকাল এ উচ্ছেদ অভিযান চালায়। সংশ্লিষ্টরা জানান, পদ্মা সেতু ও বেকুটিয়া নদীর ওপর বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব অষ্টম চীন মৈত্রী সেতু উদ্বোধনের পর বরিশাল-কুয়াকাটা মহাসড়কে যানবাহন চলাচল অনেক বেড়েছে। কিন্তু নগরীর সাগরদী থেকে দপদপিয়া পর্যন্ত মহাসড়কের দুই পাশে শত শত অবৈধ স্থাপনা নির্মাণ করায় যানবাহন চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। এ কারণে মহাসড়কের সাগরদী থেকে দপদপিয়া পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার অংশে যানজট লেগেই থাকে। এ অবস্থায় সড়ক ও জনপথ বিভাগ মহাসড়কের দুই পাশে অধিগ্রহণকৃত জমি অবৈধ দখলমুক্ত করতে গতকাল উচ্ছেদ অভিযান শুরু করে। প্রথম দিন আড়াই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাহিদুর রহমানের নেতৃত্বে পুলিশ, র‌্যাব, ফায়ার সার্ভিস ও আনসারের যৌথ দল এ উচ্ছেদ অভিযানে অংশ নেয়। মহাসড়কের দুই পাশ অবৈধ দখলমুক্ত করতে এ অভিযান চলবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাহিদুর রহমান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর