বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

ড. ইউনূসের বই গায়েব জাতির জন্য লজ্জাজনক : রব

নিজস্ব প্রতিবেদক

ড. ইউনূসের বই গায়েব জাতির জন্য লজ্জাজনক : রব

নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের লেখা-‘এ ওয়ার্ল্ড অফ থ্রি জিরোস : দ্য নিউ ইকোনমিকস অফ জিরো প্রভার্টি, জিরো আনইমপ্লয়মেন্ট অ্যান্ড জিরো নেট কার্বন ইমিশনস’ বইটি জাতীয় সংসদ লাইব্রেরি থেকে গায়েব হওয়ার ঘটনা জাতির জন্য লজ্জাজনক বলে মন্তব্য করেছেন জেএসডি সভাপতি আ স ম আবদুর রব। গতকাল এক বিবৃতিতে তিনি বলেন, বাঙালির অহঙ্কার বিশ্ব বরেণ্য, ড. মুহাম্মদ ইউনূস এর ‘এ ওয়ার্ল্ড অফ থ্রি জিরোস’ বইটি মানবজাতি ও পৃথিবীকে রক্ষার নতুন ‘দর্শন’ হিসেবে সারা বিশ্বে  ব্যাপকভাবে আলোচিত। সেই বইটি গায়েব করার ঘটনা অতীব দুঃখজনক।

তিনি বলেন, ডক্টর ইউনূসের বই বাংলাদেশে নিষিদ্ধও নয়, এমনকি ধর্ম, রাষ্ট্র এবং গণতন্ত্রের সঙ্গে সাংঘর্ষিকও নয়। সরকারের অন্ধ সমর্থক না হওয়ার কারণে প্রফেসর ইউনূসের বই জাতীয় সংসদের লাইব্রেরি থেকে উধাও করে ফেলা হীনমন্যতার প্রকাশ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর