মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

ছাত্রকে বলাৎকার চেষ্টা মামলায় শিক্ষক কারাগারে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার মুরাদনগরে ছাত্রকে (৭) বলাৎকার চেষ্টার অভিযোগ উঠেছে এক মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে। মুরাদনগর উপজেলার উত্তর ত্রিশ দারুল কোরআন হিফজ মাদরাসায় এ ঘটনা ঘটে। পরে ছাত্রের বাবা থানায় মামলা করলে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে পুলিশ। গতকাল বিষয়টি নিশ্চিত করেছেন মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার। গ্রেফতার শিক্ষক উপজেলার বাবুটিপাড়া ইউনিয়নের গান্দ্রা গ্রামের আবুল হোসেনের ছেলে হাফেজ মনিরুল ইসলাম (২৩)। তিনি উত্তর ত্রিশ দারুল কোরআন হিফজ মাদরাসার হিফজ বিভাগের শিক্ষক। ওই ছাত্র একই মাদরাসার নাজেরা বিভাগের অধ্যয়নরত। শিশুর বাবা বলেন, শনিবার সকাল ১০টায় মাদরাসার সব ছাত্র যখন ঘুমাতে যায় তখন শিক্ষক মনিরুল ইসলাম শিশুটিকে তার কক্ষে ডেকে নিয়ে যায়। সেখানে তাকে বলাৎকারের চেষ্টা করে। এতে শিশুটি অসুস্থ হয়ে পড়ে। বাড়িতে এসে সে ঘটনার বিস্তারিত জানায়। শিক্ষক মনিরের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছি।

মুরাদনগর থানার ওসি কামরুজ্জামান বলেন, শিশু বলাৎকারের চেষ্টার ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে মুরাদনগর থানায় মামলা দায়ের করেন। অভিযুক্ত আসামি হাফেজ মনিরুল ইসলামকে আটক করে গতকাল আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর