রবিবার, ১৩ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

বাধা দিয়েও ফরিদপুরের সমাবেশ দমাতে পারেনি : রিজভী

নিজস্ব প্রতিবেদক

বাধা দিয়েও ফরিদপুরের সমাবেশ দমাতে পারেনি : রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, সরকার বাধা দিয়েও ফরিদপুরের সমাবেশ দমাতে পারেনি। গতকাল নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ফরিদপুরে বিএনপির ঐতিহাসিক গণসমাবেশ হয়েছে। যদিও সমাবেশকে বাধা দেওয়ার কমতি করেনি সরকার। রাজবাড়ী, ফরিদপুরসহ বিভিন্ন জেলায় বিএনপি নেতা-কর্মীদের খুঁজে পুলিশ বাড়ি বাড়ি হানা দেয়। গোপালগঞ্জ থেকে ফরিদপুরগামী এবং ঢাকা থেকে ফরিদপুরগামী বাস বন্ধ করে দেওয়া হয়। সরকারের ইন্ধনে অঘোষিত ধর্মঘট, পুলিশি হয়রানি এবং মোবাইলের নেটওয়ার্ক বন্ধ করা সত্ত্বেও অভাবনীয় লোক সমাগম হয়েছে।

দুষ্কৃতিকারীদের গুলিতে বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক নুরে আলম ভুঁইয়া তানু হত্যার ঘটনায় ক্ষমতাসীনদের দায়ী করেন রিজভী।

Left Image
Right Image

সরিষা ইলিশের আসল স্বাদ, সহজেই রাঁধুনী সরিষা ইলিশ মশলায়

সর্বশেষ খবর