বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২ ০০:০০ টা
সংক্ষিপ্ত

বাধ্যতামূলক অবসর আরেক এসপিকে

নিজস্ব প্রতিবেদক

পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার আরেক কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে। তার নাম মো. আলী হোসেন ফকির।

গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ এর একটি প্রজ্ঞাপনে এই অবসর দেওয়া হয়েছে। বিসিএস পুলিশ ক্যাডারের সদস্য খুলনা তৃতীয় এপিবিএন অধিনায়ক মো. আলী হোসেন ফকিরকে(বর্তমানে রাজশাহী রেঞ্জ ডিআইজি অফিসে সংযুক্ত) জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো। জানা গেছে, আলী হোসেন ফকির বিসিএস ১৫ ব্যাচের কর্মকর্তা। তার গ্রামের বাড়ি বাগেরহাট। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ছাড়াও তিনি নেত্রকোনা, ফেনী ও মাগুরার পুলিশ সুপার ছিলেন। এর তিন পুলিশ সুপারকে বাধ্যতামূলক অবসরে পাঠায় সরকার। তারা হলেন, সিআইডির এসপি মির্জা আবদুল্লাহেল বাকী, মো. শহিদুল্লাহ চৌধুরী ও দেলোয়ার হোসেন মিঞা।

এরপর ৩১ অক্টোবর দুই অতিরিক্ত ডিআইজিকেও বাধ্যতামূলক অবসর দেওয়া হয়। তারা হলেন- ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. মাহবুব হাকিম ও সিআইডির অতিরিক্ত ডিআইজি মো. আলমগীর আলম। এছাড়াও ১৬ অক্টোবর তথ্য সচিব মকবুল হোসেনকে বাধ্যতামূলক সরকারি চাকরি থেকে অবসর দেয় সরকার।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর