মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

যৌন নির্যাতন প্রতিরোধে ৫৭ শতাংশ প্রতিষ্ঠানে নেই অভিযোগ বক্স

নিজস্ব প্রতিবেদক

যৌন নির্যাতন প্রতিরোধে ৫৭ শতাংশ প্রতিষ্ঠানে নেই অভিযোগ বক্স

বাংলাদেশের অসংখ্য কর্মস্থল এবং শিক্ষাপ্রতিষ্ঠানে নারীরা যৌন হয়রানির শিকার হচ্ছেন। নারীদের যৌন নির্যাতন প্রতিরোধে ৭১ শতাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি রয়েছে। আর কর্মস্থলের ক্ষেত্রে মাত্র ৩৯ শতাংশ প্রতিষ্ঠানে এই কমিটি রয়েছে। এদের মধ্যে মাত্র ৪৪ শতাংশ কমিটি কার্যকরী। ৫৭ শতাংশ শিক্ষাপ্রতিষ্ঠান এবং কর্মস্থলে নারীদের যৌন নির্যাতন প্রতিরোধে রিপোর্টিং-এর জন্য কোনো অভিযোগ বক্স নেই। প্রতিষ্ঠানগুলোতে যৌন নির্যাতনের অভিযোগের পরিপ্রেক্ষিতে সমাধান বিষয়ে কোনো তথ্যও জানা নেই। গতকাল জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি ‘কর্মক্ষেত্র এবং শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধে হাই কোর্টের নির্দেশিকা বাস্তবায়নে অগ্রগতি’ শীর্ষক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। প্রতি বছরের মতো এ বছরও মহিলা আইনজীবী সমিতি ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালন করছে। এর অংশ হিসেবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে প্রধান আলোচক ছিলেন প্রতিষ্ঠানটির সভাপতি অ্যাডভোকেট সালমা আলী।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিদিনই নারীরা তাদের কর্মক্ষেত্রে কোনো না কোনোভাবে যৌন হয়রানির শিকার হচ্ছেন। দেশের প্রতিটি কর্মক্ষেত্রেই যৌন হয়রানি প্রতিরোধ কমিটি নিশ্চিত করা গেলে নারীর প্রতি এ ধরনের সহিংসতার ঘটনা প্রতিরোধ করা সম্ভব।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর