রংপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের নেতা-কর্মীদের চাঙা করতে কেন্দ্রীয় নেতারা রংপুরে আসছেন ১০ ডিসেম্বরের পর। রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন মঙ্গলবার মেয়র, সংরক্ষিত কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলর পদপ্রার্থী ২৭৭ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। জানা গেছে, রসিক নির্বাচন সামনে রেখে মেয়র পদে মনোনয়ন পাওয়ার প্রত্যাশায় আওয়ামী লীগের হাফডজন নেতা দীর্ঘদিন মাঠপর্যায়ে কাজ করেছেন। তারা নগরীতে পোস্টার, ফেস্টুন ও ব্যানার টাঙিয়ে নিজেকে মেয়র প্রার্থী হিসেবে জানান দিয়েছেন। এসব নেতার সবারই আশা ছিল তারা মনোনয়ন পাবেন। কিন্তু দল সংরক্ষিত মহিলা আসনের সাবেক এমপি, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য হোসনে আরা লুৎফা ডালিয়াকে নৌকার মনোনয়ন দিয়েছে। এ নিয়ে মনোনয়নবঞ্চিতদের আনেকের মাঝেই গাছাড়া ভাব লক্ষ্য করা যায়। এসব নেতার মনোবল চাঙা ও কর্মীদের মাঠপর্যায়ে কাজে নামানোর অনুপ্রেরণা দিতেই কেন্দ্রীয় নেতারা রংপুরে আসছেন। মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল জানান, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, কেন্দ্রীয় যুবলীগ, ছাত্রলীগসহ কমপক্ষে ২০/২৫ নেতা ডিসেম্বরের ১০ তারিখের পর রংপুরে আসবেন। নৌকা মার্কাকে বিজয়ী করার লক্ষ্যে নেতা-কর্মীদের উজ্জীবিত করবেন এবং জনগণের কাছে সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে নৌকা মার্কায় ভোট চাইবেন।