বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

সাপে কাটা ও কুকুরে কামড়ানোদের প্রতিষেধক দেওয়ার সুপারিশ

নিজস্ব প্রতিবেদক

সাপে কাটা রোগীদের জন্য কমিউনিটি ক্লিনিক ও কুকুরে কামড়ানো রোগীদের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিষেধক দেওয়ার ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

সংসদ ভবনে গতকাল ‘মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি’র বৈঠকে এসব সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মেহের আফরোজ। কমিটির সদস্য লুৎফুন নেসা খান, শাহাদারা মান্নান ও কানিজ ফাতেমা আহমেদ বৈঠকে অংশগ্রহণ করেন। সংসদের গণসংযোগ বিভাগ জানায়, কমিটি ডে-কেয়ার সেন্টারগুলো নিয়মিত পরিদর্শন এবং শিশু একাডেমির কার্যক্রম উপজেলা পর্যায়ে সম্প্রসারণের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সুপারিশ করে। একই সঙ্গে সুবিধাজনক সময়ে কমিটিকে নিয়ে ঢাকার কয়েকটি শিশু দিবাযত্ন কেন্দ্র পরিদর্শনের ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

 বৈঠকে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, বিভিন্ন অধিদফতর ও সংস্থা প্রধান, ওয়েভ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর