শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

প্রধানমন্ত্রীর মেয়ে পুতুল ঘুরে দেখলেন সুন্দরবন

বাগেরহাট প্রতিনিধি

চার দিন ধরে সুন্দরবন ঘুরে দেখেছেন আন্তর্জাতিক প্রতিবন্ধী বিশেষজ্ঞ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল। গতকাল তিনি দুপুর ১২টায় ছেলে ও মেয়েকে সঙ্গে নিয়ে করমজল বন্যপ্রাণী প্রজনন ও পর্যটন কেন্দ্র পরিদর্শন করেন। গত মঙ্গলবার থেকে ক্রুজারে করে সুন্দরবনের পর্যটন স্পর্টগুলো ঘুরে দেখেন সায়মা ওয়াজেদ পুতুল। এরপর গতকাল ১ ঘণ্টা ধরে সুন্দরবন প্রাণপ্রকৃতিসহ করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে জন্ম ও লালন-পালন করা ৩০টি হরিণ, ১২৭টি পানি প্রজাতির কুমির ও  বিলুপ্তপ্রায় প্রজাতির ৩৮৩টি বাটাগুর বাচকা কচ্ছপের বাচ্চা রাখার শেড ও পুকুর ঘুরে দেখেন। এ সময় পরিবারের সদস্যসহ তিনি নিজ হাতে হরিণগুলোকে খাবারও খাওয়ান। করমজল বন্যপ্রাণী প্রজনন ও পর্যটন কেন্দ্রে আসা অন্য পর্যটকদের তিনি হাত নেড়ে শুভেচ্ছা জানান। করমজলসহ সুন্দরবনের প্রাণপ্রকৃতি দেখে সায়মা ওয়াজেদ পুতুল অভিভূত বলে জানান। এদিকে সুন্দরবনে জেএসএল গ্রিন ট্যুর অপারেটরের পরিচালক ইসমাইল হোসেন লিটন জানান, টানা তিন দিনের ছুটিতে চলতি পর্যটন মৌসুমে গতকাল সুন্দরবনের সব থেকে বেশি পর্যটকের সমাগম ঘটে।

এদিন লোকালয় সন্নিহিত পর্যটন স্পর্টগুলো ছাড়াও ৬০টির মতো ছোট বড় মাঝারি লঞ্চ ও বিলাশবহুল ক্রুজারে করে আড়াই হাজারের অধিক দেশি-বিদেশি প্রতিবেশ পর্যটক ম্যানগ্রোভ বনে প্রবেশ করেন। এসব পর্যটকরা সুন্দরবনের করমজল ছাড়াও, হারবাড়িয়া, শরণখোলা, হিরন পয়েন্ট, টাইগার পয়েন্ট, নীলকমল, কটকা, কচিখালী, দুবলা, বঙ্গবন্ধু আইল্যান্ড ও  ত্রিকোন আইল্যান্ডসহ পর্যটন স্পর্টগুলো ঘুরে দেখছেন। 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর