শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

বিদেশে অর্থ পাচারকারীদের বিচার হবে : দুদক কমিশনার

মাদারীপুর প্রতিনিধি

দুদক কমিশনার ড. মোজাম্মেল হক খান বলেছেন, দেশের অর্থ পাচার করে বিদেশে পালিয়ে থাকা দুর্নীতিবাজদের আন্তর্জাতিক আইন ও প্রতিষ্ঠানগুলোর সহযোগিতায় দেশে এনে বিচার করা হবে।

গতকাল মাদারীপুরের পাঁচখোলা ওয়াজেদা কুদ্দুস ফাউন্ডেশন হাসপাতালে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান অনুষ্ঠান উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

ড. মোজাম্মেল হক খান আরও বলেন, এখনো দেশে দুর্নীতি হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে ব্যাপক আকারে আছে। এসব দুর্নীতিবাজকে দমন করতে আমরা জিরো টলারেন্স ঘোষণা করেছি। দুর্নীতি দমন কমিশন একা এই কাজটি করতে পারবে না। সেজন্য সমাজের সব স্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর