বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

খুলনায় ৪ লাখ শিশুকে খাওয়ানো হবে কৃমিনাশক ট্যাবলেট

নিজস্ব প্রতিবেদক, খুলনা

সারা দেশের ন্যায় জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ চলাকালে খুলনায় ৭-১২ জানুয়ারি ২ হাজার ৩০৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩ লাখ ৮০ হাজার ৩০২ শিশুকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে। প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানসহ সমপর্যায়ের মাদরাসা, মক্তব ও এতিমখানায় ৫-১৬ বছরের শিক্ষার্থী এবং স্কুল বহির্ভূত শিশু, পথশিশু ও শ্রমজীবী শিশুদের কৃমিনাশক ট্যাবলেট (মেবেন্ডাজল ৫০০ মি. গ্রাম) খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গতকাল নগরীর স্কুল হেলথ ক্লিনিকের সভাকক্ষে জেলা পর্যায়ের অ্যাডভোকেসি সভায় এ তথ্য জানানো হয়। এতে সভাপতিত্ব করেন খুলনা সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ। তিনি বলেন, শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত বিরতিতে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো গুরুত্বপূর্ণ বিষয়। কৃমি মানুষের পেটে পরজীবী হিসেবে বাস করে এবং খাবারের পুষ্টি খেয়ে ফেলে। তাই মানুষ পুষ্টিহীনতায় ভোগে। এটি শিশুদের শারীরিক ও মানসিক বৃদ্ধিতে ব্যাঘাত ঘটায়।

এতে বক্তৃতা করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. ইউসুপ আলী, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম, মেডিকেল অফিসার সাবেতুল ইসলাম, ডা. ফাহরিন ফাতমি জাহান।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর