শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

মেট্রোরেল নিয়ে জয়ের ব্যতিক্রমী পোস্ট

নিজস্ব প্রতিবেদক

মেট্রোরেল নিয়ে জয়ের ব্যতিক্রমী পোস্ট

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক (আইসিটি) উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, ঢাকায় মেট্রোরেল চালুর মধ্য দিয়ে বাংলাদেশের পরিবহন ব্যবস্থা নতুন এক যুগে প্রবেশ করেছে। বুধবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও পোস্টে এ কথা বলেন তিনি। প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা জয় আরও বলেন, বিশ্বমানের এমআরটি-৬ মডেলের বৈদ্যুতিক ব্যালাস্ট ট্রেনটি কোনো স্লিপ ছাড়াই চলবে। চলার সময় শব্দ ও কম্পন কমাতে রাখা হয়েছে বৈশ্বিক আধুনিক প্রযুক্তি। পদ্ধতিটি বিশ্বে বিরল ও ব্যয়বহুল। ঢাকার তিনটি পয়েন্ট (মিরপুর ডিওএইচএস, ফার্মগেট ও শাহবাগে) নির্মাণ করা ব্র্যাক এনজির হাইব্রিড প্রযুক্তির কারণে কম থাকবে এ ট্রেনের বিদ্যুৎ খরচ। যাত্রীদের নিরাপত্তার কথা ভেবে প্ল্যাটফরমে রাখা হয়েছে স্ক্রিন ডোর সিস্টেম। ৯ স্টেশনের পাঁচ পয়েন্টে ট্রেন চলবে ঘণ্টায় ১০০ কিলোমিটার গতিতে। এমআরটি ৬ স্টেশনগুলো শারীরিক প্রতিবন্ধীদের সহায়ক করে নির্মাণ করা হয়েছে। পুরোদমে চালু হলে প্রতিদিন মেট্রোরেল ব্যবহার করতে পারবেন ৫ লাখ নগরবাসী।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর