বিশ্বসেরা গবেষকদের তালিকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৬১ জন শিক্ষক স্থান পেয়েছেন। সম্প্রতি আন্তর্জাতিক খ্যাতনামা সংস্থা এডি সায়েন্টিফিক ইনডেক্স প্রকাশিত তালিকা থেকে এ তথ্য জানা গেছে। এ ছাড়া তুরস্কের বিশ্ববিদ্যালয়ে পড়াবেন এ বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষক। সায়েন্টিফিক ইনডেক্স ২১৬টি দেশ এবং ১৯ হাজার ৫২৬টি বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠানের ২২ লাখ ৩২ হাজার ৮৩০ জন বিজ্ঞানীর একাডেমিক অধ্যয়ন বিশ্লেষণ ও বিভিন্ন মানদন্ডের ভিত্তিতে এ তালিকা প্রকাশ করেছে। ২০২১ সালে ইবির ১৭ জন এবং ২০২২ সালে ২০ জন শিক্ষক স্থান পেয়েছিলেন। এদিকে, এরাসমাস প্রকল্পের আওতায় তুরস্কের চানকিরি কারাতেকিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াবেন ইবির অধ্যাপক ড. মামুনুর রহমান ও অধ্যাপক ড. মিনহাজুল হক। আগামী ১৩ থেকে ১৭ মার্চ পর্যন্ত পাঠদান পরিচালনা করবেন তারা। ইরাসমাস প্রধান ড. সোয়াইপ তুরান স্বাক্ষরিত চিঠি সূত্রে এ তথ্য জানা গেছে। এ প্রকল্পের আওতায় ট্রেনিং প্রোগ্রামে উপাচার্যসহ দুজন শিক্ষক ও গবেষণায় দুজন শিক্ষার্থী সুযোগ পেয়েছেন। ট্রেনিং প্রোগ্রামে মনোনীত শিক্ষকরা হলেন- উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম ও অধ্যাপক ড. সেলিম তোহা। এ ছাড়া ২০২২-২৩ স্প্রিং সেমিস্টারে গবেষক শিক্ষার্থী হিসেবে মনোনীতরা হলেন- বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের অর্থনীতি বিভাগের আবু হুরাইরা এবং একই বর্ষের বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আল-আমিন। তুরস্কে যাওয়ার পর তাদের গবেষণার বিষয় ঠিক করে দেবেন বলে জানা গেছে। তারা চলতি বছরের ২০ ফেব্রুয়ারি থেকে ৯ জুন পর্যন্ত তুরস্কে অবস্থান করবেন। গবেষকরা নিয়মানুযায়ী যাতায়াতসহ অন্যান্য আর্থিক সুবিধা পাবেন।
শিরোনাম
- গ্যাস অনুসন্ধানে ১০০ নতুন কূপ খনন কার্যক্রম জোরদার করছে পেট্রোবাংলা
- হাসিনার গণমাধ্যমে প্রবেশাধিকার নিয়ে ঢাকায় ভারতীয় রাষ্ট্রদূতকে তলব
- ধোলাইপাড়ে বাসে আগুন
- বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
- দেশের মানুষের সেবক হয়ে কাজ করবেন তারেক রহমান: ভিপি সাইফুল
- থাইল্যান্ড-কম্বোডিয়ার সৈন্যদের আবারও পাল্টাপাল্টি হামলা, নিহত ১
- আবুধাবি টি-১০ লিগে খেলার জন্য এনওসি পেলেন সাইফ
- বিশ্বের সর্বোচ্চ হোটেল ‘সিয়েল দুবাই মেরিনা’র যাত্রা শুরু
- মার্কিন হামলার আশঙ্কায় গেরিলা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভেনেজুয়েলা
- ‘রাজপথের সঙ্গীদের প্রতি আহ্বান, দয়া করে পরিস্থিতি ঘোলাটে করবেন না’
- সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাসায় পুলিশের অভিযান, আটক ৭
- তদন্তের জালে তুর্কি ফুটবল, দুই লিগ স্থগিত
- রেলপথ ও স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
- প্রি-রিলিজেই ৪০০ কোটির ক্লাবে বিজয়ের ‘জন নায়াগান’
- লালদিয়া টার্মিনালে আসছে ৮০০ মিলিয়ন ডলারেরও বেশি বিনিয়োগ : আশিক মাহমুদ
- ঢাবির সব খেলার মাঠ সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের
- মহীউদ্দীন খান আলমগীরের বিরুদ্ধে দুদকের মামলা
- জয়ের সেঞ্চুরির সঙ্গে দুই ফিফটিতে টাইগারদের দাপট
- ৫ মামলায় আইভীর জামিন স্থগিত
- গাজা যুদ্ধের ট্রমায় আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন ইসরায়েলি সেনারা