সোমবার, ১৬ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

জনসমর্থন নেই বলেই বিএনপির নেতৃত্বে ষড়যন্ত্র চলছে

-আমির হোসেন আমু

নিজস্ব প্রতিবেদক

জনসমর্থন নেই বলেই বিএনপির নেতৃত্বে ষড়যন্ত্র চলছে

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি বলেছেন ‘কখনো শুনি বিএনপির নেতৃত্বে ৩০ দল, কখনো শুনি ৫৪ দল। তাদের যদি জনসমর্থন থাকে তবে নির্বাচনে আসতে ভয় কেন? আসলে নির্বাচনের মাধ্যমে তারা ক্ষমতায় আসতে পারবে না এবং তাদের জনসমর্থন নেই বলেই বিএনপির নেতৃত্বে দেশ বিরোধীদের ষড়যন্ত্র চলছে।   জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে গতকাল বিকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা হলে কেন্দ্রীয় ১৪ দলের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দল মহানগর সমন্বয়ক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি, জাতীয় পার্টি জেপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর