বুধবার, ১৮ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

বিচারবহির্ভূত হত্যা শূন্যে নামিয়ে আনতে হবে : রব

নিজস্ব প্রতিবেদক

বিচারবহির্ভূত হত্যা শূন্যে নামিয়ে আনতে হবে : রব

সরকারকে বিচারবহির্ভূতভাবে নাগরিক হত্যার পরিমাণ শূন্যে নামিয়ে আনার আহ্বান জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি সভাপতি আ স ম আবদুর রব। গতকাল এক বিবৃতিতে তিনি বলেন, গত সপ্তাহের হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনে চিহ্নিত করা হয়েছে, বাংলাদেশের বিচারবহির্ভূত হত্যা কমিয়ে আনার ক্ষেত্রে উন্নতি ঘটেছে। গত এক বছরে রাষ্ট্রীয় নিরাপত্তার নামে বিচারবহির্ভূত হত্যা কম সংঘটিত হওয়ায় রাষ্ট্রীয় বা সামাজিক নিরাপত্তায় কোনো হুমকি সৃষ্টি হয়নি। এতে প্রমাণিত হয়, অতীতে সন্ত্রাস প্রতিরোধে ও আইন প্রয়োগের ক্ষেত্রে র‌্যাবের জবাবদিহিতার চরম ঘাটতি ছিল। রব বলেন, জাতি নিশ্চিত হতে চায় এই পরিবর্তন শুধু কোনো নিষেধাজ্ঞার চাপে নয় বরং নৈতিক ও আইনগতভাবেই এ ব্যবস্থা স্থায়ীভাবে সুরক্ষা পাবে। সে লক্ষ্যে বিচারবহির্ভূতভাবে নাগরিক হত্যার পরিমাণ অবিলম্বে শূন্যে নামিয়ে আনতে হবে। পরিত্যাগ করতে হবে বিচারবহির্ভূত হত্যার প্রকল্প।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর